উত্তরাখণ্ড: তীর্থযাত্রা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলা সহ এক শিশুর। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার কাঞ্চি ধাম এলাকায় একটি মর্মান্তিক ঘটনায় একটি গাড়ি খাদে পড়ে যায়, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
সূত্রের খবর, গাড়িতে সাতজন ছিলেন, এর আগে, নৈনিতালে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পর রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) তিনজনকে উদ্ধার করে। ৩ ডিসেম্বর নৈনিতাল জেলার লোহালি এলাকার কাছে এই ঘটনাটি ঘটে।
মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তি এসডিআরএফ দলকে ঘটনাটি সম্পর্কে জানান হয়। এরপর তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে রওনা হন। সরকারি বিবৃতি অনুসারে, গাড়িটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে, SDRF টিম তিনজন আহত ব্যক্তিকে উদ্ধার করে এবং আরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। SDRF-এর একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে, "৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে, স্থানীয় এক ব্যক্তি SDRF-কে জানান যে লোহালি এলাকার কাছে একটি গাড়ি খাদে পড়ে গেছে, যার জন্য উদ্ধারের জন্য SDRF টিমের প্রয়োজন। তথ্যের ভিত্তিতে, SDRF টিম তাৎক্ষণিকভাবে চিফ কনস্টেবল নবীন কুনওয়ারের নেতৃত্বে উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে রওনা দেয়।"
বলা হয়েছে, "SDRF টিম ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, প্রায় ২০০ মিটার নীচে একটি গভীর খাদে পড়ে থাকা গাড়িটি উদ্ধার করে এবং ৩ জন আহতকে স্ট্রেচারে করে বিকল্প পথ দিয়ে ন্যাশনাল হাইওয়েতে আনা হয় এবং যথাযথ চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়"।
এর আগে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় রাস্তা থেকে খাদে গাড়ি পড়ার জেরে মৃত্যু হয়েছিল তিনজনের। নৈনিতাল জেলার গরমপানি এলাকায় ওই ঘটনা ঘটেছিল। মৃতদের পরিচয়ের বিষয়ে পুলিশ সুপার বলেছিলেন, ‘মৃতেরা সকলেই সরকারি স্কুলের শিক্ষক। তাঁরা হাল্দওয়ানি যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।’ মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছিল পুলিশ।