লখনউ: বুধবার, ১৭ ডিসেম্বর লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। টানটান লড়াই দেখার জন্য মাঠে জড়ো হয়েছিলেন অনেকেই। তবে দুর্ভাগ্যবশত মাঠে বল গড়ানোর আগেই ম্যাচ বাতিল হয়ে যায়। কারণ, বৃষ্টি নয়, ঘন কুয়াশা।

Continues below advertisement

লখনউয়ে ম্যাচ বাতিল হওয়ার পরেই সেই বিষয়ে মুখ খুললেন শশী তারুর (Shashi Tharoor)। এত খারাপ বাতাসে কেন লখনউয়ে ম্যাচ আয়োজন করা হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তিরুঅনন্তপুরমের সাংসদ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ক্রিকেট সমর্থকরা বৃথাই লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা করছিলেন। তবে উত্তর ভারতের সিংহভাগ স্থানের মতোই ব্যাপক ও ঘন কুয়াশা যেখানে একিউআই ৪১১, সেখানে একটি ক্রিকেট ম্যাচ আয়োজিত করার জন্য দৃশ্যমানতা খুবই খারাপ। ওদের উচিত ছিল তিরুঅনন্তপুরমে ম্যাচটির আয়োজন করা। ওখানে এখন একিউআই ৬৮।'

 

Continues below advertisement

 

গতকাল দফায় দফায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেও ম্যাচ শুরু করার সবুজ সংকেত দেননি আম্পায়াররা। রাত সাড়ে ন'টা পর্যন্ত চেষ্টা করে হয়েছিল। তবে ৯টা ২৫ মিনিটে আম্পায়াররা শেষবার মাঠ পর্যবেক্ষণ করার পরই বোঝা গিয়েছিল যে, ম্যাচ শুরু করা সম্ভব নয়। ঘন কুয়াশায় ফ্লাডলাইটের জোরাল আলোও দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের পথেই হাঁটেন আম্পায়াররা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লর ঘরের মাঠ। তিনি নিজে স্টেডিয়ামে ছিলেন। আম্পায়ারদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। খেলা দেখতে গ্যালারি কানায় কানায় ভরিয়ে তুলেছিলেন যাঁরা, সেই দর্শকদের কথা মাথায় রেখেই ৫ ওভার করে হলেও ম্যাচ করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু রাত যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা। কমেছে দৃশ্যমানতা। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের রাস্তাতেই হাঁটা হল।