উত্তরকাশী : উৎকণ্ঠা-উদ্বেগের প্রহর গোনার পালা কি শেষমেশ শেষ হচ্ছে ? উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarakhand Tunnel Rescue) সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের মঙ্গলবার রাতেই কি উদ্ধার করা সম্ভব হবে ? সেই সম্ভাবনাই প্রবল। হাতে পাথর কাটার কাজে নেমে কার্যত লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছেন শ্রমিকরা। আপাতত অপেক্ষা শেষপর্বের খননকার্য শেষে উদ্ধারের মতো পরিস্থিতি তৈরি করা। 


জানা যাচ্ছে, মাঝে বাধা আরও একটি পাইপ। যে পাইপ কাটার পর টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে প্রস্তুত উদ্ধারকারী দল। গত ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ শ্রমিক। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৭ দিন। আটকে থাকা শ্রমিকদের মধ্যে ৩ জন বাংলার। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রায় দেশের সব রাজ্যের বাসিন্দা শ্রমিকরাই রয়েছেন সেখানে।


উদ্ধারকাজ প্রায় শেষপর্বে পৌঁছে যাওয়ায় টানেলের মুখে পরপর স্ট্রেচার, অ্যাম্বুল্যান্স, অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। প্রশাসনের তরফে প্রস্তুত থাকতে বলা হয়েছে স্থানীয় হাসপাতালকে। সঙ্কটজনকদের এয়ারলিফটের ব্যবস্থাও রয়েছে সুড়ঙ্গের বাইরে। উদ্ধারের পর কারও অবস্থা সঙ্কটজনক হলে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হবে হৃষিকেশ এইমস হাসপাতালে। 


প্রশাসন সূত্রে খবর, বাংলার ৩ শ্রমিকের পাশাপাশি বিহারের ৫ জন, উত্তরপ্রদেশের ৮ শ্রমিক, ঝাড়খণ্ডের ১৫ জন শ্রমিক, ওড়িশার ৫ জন শ্রমিক আটক রয়েছে। পাশাপাশি যে রাজ্যে ঘটেছে বিপর্যয়, সেই উত্তরাখণ্ডের ২ জন, অসমের  ২ জন, ও হিমাচল প্রদেশেরও ১ জন শ্রমিক আটকে রয়েছেন সুড়ঙ্গের মধ্যে।


শেষ খবর পাওয়া পর্যন্ত, উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে (Silkyara tunnel in Uttarakhand's Uttarkashi) আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ২ মিটার দূরে রয়েছে উদ্ধারকারী দল। খুব শীঘ্রই সুখবর পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধেছে পরিবার-সহ সকলে। ২৪ জনের একটি "Rat Hole Mining" এক্সপার্ট ম্যানুয়ালি খননকাজ শুরু করেছে। সুড়ঙ্গের সরু পথ ধরে তাঁরা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছে। যদিও, এভাবে ধ্বংস্তুূপ সরিয়ে নিরাপদে শ্রমিকদের উদ্ধার করতে আরও কিছুটা সময়ে লেগে যাবে বলে আশঙ্কাও রয়েছে। এদিকে, সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের পরিবারকে জামাকাপড় ও ব্যাগপত্র নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। শ্রমিকদের উদ্ধারের পর তাঁদের চিনইয়ালিসুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে।


আরও পড়ুন- বিপজ্জনক বলে নিষিদ্ধ করেছিল আদালত, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে কাজে এল সেই ‘ব়্যাটহোল মাইনিং’ই


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।