দেরাদুন: টানা বর্ষায় ফুলেফেঁপে উঠেছে গঙ্গা। বিপদসীমার কাছাকাছি বইছে জল। গঙ্গায় জলের স্রোতও মারাত্মক। সেই জলেই ঢুবে যাচ্ছিলেন ছোট ভাই। এই দৃশ্য দেখে নিজেদের ঠিক রাখতে পারেননি। নিজেদের বিপদের তোয়াক্কা না করেই ভাইয়ের প্রাণ বাঁচাতে দুই কিশোরী ঝাঁপ দেন জলে। কিন্তু জলের টানে প্রাণ রক্ষা হয়নি।
দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। পুলিশের তরফে জানান হয়েছে, সোমবার সকাল ১১.৩০ নাগাদ এই ঘটনাটি ঘটেছে গীতা কুটীর ঘাটে। জানা গিয়েছে, এক মহিলা এবং পাঁচ শিশুদের নিয়ে ওই ঘাটে স্নান করতে গিয়েছিলেন।
পুলিশ আধিকারিকরা জানান, সেই সময় ন'বছর বয়সি সুরজ সবার চোখ এড়িয়ে গঙ্গায় নেমে পড়ে। তাকে বাঁচাতেই দুই বোন সাক্ষী (১৫ বছর) এবং বৈষ্ণবী (১৩ বছর) গঙ্গায় নেমে পড়ে। কিন্তু গঙ্গার কারেন্টে তলিয়ে যায় দুই বোনও।
যদিও নিজেদের প্রাণের বিনিময়ে ভাই সুরজকে বাঁচাতে পারলেও নিজেদের বাঁচাতে পারেননি। জল থেকে নদীর পাড়ে ভাইকে তুলে দিতে পারলেও নিজেদের ওই স্রোত থেকে বাঁচাতে পারেনি।
আরও পড়ুন, বকেয়া ঋণ ফেরত আনতে গিয়ে 'ভগবানের' মুখোমুখি! মহিলার কীর্তিতে তাজ্জব ব্যাঙ্ক কর্তারা!
অন্যদিকে, রবিবার পাউরি জেলার কুনাউ গ্রামের কাছে গঙ্গা নদীতে দুই কিশোর তলিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গেছে, রবিবার সকালে লক্ষ্মণঝুলা থানার অন্তর্গত কুনাউ গ্রামের কাছে গঙ্গা নদীতে দুই যুবকের তলিয়ে যাওয়ার খবর পায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম ইশান বিজলওয়ান এবং দীপেশ রাওয়াত। দুজনেরই বয়স বছর পনেরো বলে জানা গেছে। খবর পাওয়া মাত্রই দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে