নয়া দিল্লি: গ্রাহকদের লোন দিয়ে সেই লোন সঠিক সময়ে ফেরত পেতে অনেকসময়ই কালঘাম ছুটে যায় ব্যাঙ্ক কর্তা সহ নানা লোন এজেন্টদের। সেই ঋণ উদ্ধার করতে একাধিক সময় একাধিক ঘটনার সম্মুখীন হতে হয় তাঁদের। তেমনই একটি ঘটনার মুখে পড়লেন লোন এজেন্টরা। 


অনেকদিন ধরে লোন বাকি থাকায় এক গ্রাহকের বাড়িতে হানা দিয়েছিলেন লোন এজেন্টরা। একবার নয়, একাধিকবার। যতবারই তাঁরা ওই বাড়িতে যান ততবারই 'ভগবানের' মুখোমুখি হতে হয় তাঁদের। এমনকী, লোন চাইতে গেলে সেই 'ভগবান' তাঁদের অভিশাপও দেন। বকেয়া লোন মেটানো তো দূরঅস্ত, এমন ঘটনায় তিতিবিরক্ত ওই এজেন্টরা।                                                                                                 


ঠিক কী ঘটছে? 


একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক গ্রাহকের বাড়িতে যখন বকেয়া লোনের টাকা আনতে যান ব্যাঙ্ক কর্তারা। সেই সময় তাঁদের সামনে ভগবান সেজে আসেন এক মহিলা। নানা অঙ্গভঙ্গি করতে শুরু করেন তিনি। এরপর তাদের নানা অভিশাপ দিতে থাকেন।                                 


আরও পড়ুন, কী লেখা আছে বলুন তো প্রেসক্রিপশনে! ওষুধের নাম না বিশেষ কোনও বার্তা


                                                   


জানা গিয়েছে ওই মহিলা লোন নিয়ে একটি ট্যাক্টর কেনেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও ওই টাকা তিনি শোধ দেননি। ফলে বকেয়া টাকা ফেরত পেতে ব্যাঙ্ক কর্তাদেরই হানা দিতে হয় ওই মহিলার বাড়িতে। যদিও ওই টাকা ফেরত দিতে অস্বীকার করে ওই মহিলার পরিবারও। 


এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কয়েক মুহূর্তেই লক্ষাধিক ছাড়িয়ে যায় ভিডিও ভিউজ।    


  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে