Live-in Relationship: এবার লিভ ইন সম্পর্কে থাকা যুগলদেরও করতে হবে নিবন্ধন, ঘর ভাড়া নিতে গেলে লাগবে বিশেষ শংসাপত্র। তাও আবার কোনো ধর্মগুরুর থেকে নিতে হবে এই শংসাপত্র। এখানেই শেষ নয়, আগের কোনো সম্পর্কে (Live-in Relationship) বিচ্ছেদ ঘটে থাকলে তার বিবরণও দিতে হবে যুগলদের। একে বলা হচ্ছে ধর্মীয় শংসাপত্র। উত্তরাখণ্ডের ইউসিসি (UCC Rule) প্রণয়নের অধীনে চালু হয়েছে এই নতুন নিয়ম।
২৭ জানুয়ারি ভারতে প্রথম উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড চালু হল। এই কোড প্রণয়ন কমিটির সদস্য মনু গৌর জানিয়েছেন, 'সংবাদমাধ্যমে বলা হচ্ছে যে কোনো লিভ ইন সম্পর্কে থাকা যুগলকে ধর্মীয় শংসাপত্র সংগ্রহ করতে হবে এমনটা নয়। যে সমস্ত ক্ষেত্রে যুগলের বিবাহে নিষেধাজ্ঞা রয়েছে বা বাধা রয়েছে সেক্ষেত্রেই ইউসিসির ১ নং ধারা অনুযায়ী এই ধর্মীয় শংসাপত্র প্রয়োজন পড়বে।' উত্তরাখণ্ডে এই ধরনের বিবাহ খুবই কম দেখা যায়। অর্থাৎ ইউসিসি রেজিস্ট্রেশনের মাত্র ১ শতাংশের ক্ষেত্রেই এই বিশেষ শংসাপত্র প্রয়োজন পড়বে। যে সমস্ত ক্ষেত্রে বিশেষ সম্প্রদায়ের মধ্যে বিবাহে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে লিভ-ইনে থাকা যুগলেরা সম্পর্কের নিবন্ধীকরণ করতে পারেন এই ধর্মীয় শংসাপত্র দেখিয়ে।