নয়াদিল্লি: চলছে লকডাউন। বন্ধ যে কোনও ধরনের জমায়েত। বাতিল হচ্ছে একাধিক সামাজিক ও ব্যক্তিগত অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই এক যুগলকে গাঁটছড়া বাঁধার অনুমতি দিল উত্তরাখণ্ড সরকার। কিন্তু উভয় পক্ষ থেকে হাজির থাকতে পারবেন ৫ জন করে। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে মন্ত্রী মদন কৌশিক জানিয়েছেন, এই ব্যাপারে বর ও কনে পক্ষকে আলাদা ভাবে জেলাশাসকের অনুমতি নিতে হবে। অনুষ্ঠান করতে হবে বাড়ির মধ্যে, তাও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে।
এরপর রাজ্যে কোন কোন দোকান খোলা রাখা যাবে, তা নিয়েও কেন্দ্রের নির্দেশিকা চেয়েছে উত্তরাখণ্ড। এই মাসেই চারধামের পুজো শুরু হওয়ার নির্ধারিত সময়। কিন্তু কেদারনাথ ও বদ্রীনাথের পুরোহিতরা এখন যে যাঁর রাজ্যে। কেদারের পুরোহিত প্রধান বা রাওয়াল এখন মহারাষ্ট্রে। কেরলে আছেন বদ্রীনাথের প্রধান পুরোহিত। কেদারনাথের পুজো শুরুর কথা ২৯ এপ্রিল, বদ্রীনাথের পুজো শুরুর নির্ধারিত দিন ৩০ এপ্রিল। এই পরিস্থিতিতে মন্দিরের দরজা কীভাবে খুলবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।