Uttarkashi Tunnel Rescue LIVE: ৪০০ ঘণ্টার লড়াই শেষ, সুড়ঙ্গ থেকে ৪১জন শ্রমিকই উদ্ধার

Uttarkashi tunnel Rescue Operation Live: উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক।আশার কথা শোনালেন উদ্ধারকারীরা।

ABP Ananda Last Updated: 28 Nov 2023 11:22 PM
Uttarkashi Tunnel Rescue Operation Live:সুড়ঙ্গ থেকে প্রথম প্রথম ২ শ্রমিক ঝাড়খণ্ডের। উদ্ধার ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো।

সুড়ঙ্গ থেকে প্রথম প্রথম ২ শ্রমিক ঝাড়খণ্ডের। উদ্ধার ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো। 

Uttarkashi Tunnel Rescue Operation: ১৭দিনের লড়াইয়ের পরে বেরিয়ে এলেন হুগলি, কোচবিহারের ৩ বাঙালি

১৭দিনের লড়াইয়ের পরে বেরিয়ে এলেন হুগলি, কোচবিহারের ৩ বাঙালি। উত্তরকাশী থেকে হুগলি-কোচবিহার-উদ্ধারের পর সবার চোখে জল

Uttarkashi Tunnel Rescue Operation Live:সুড়ঙ্গ থেকে ৪১জনকেই উদ্ধার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সুড়ঙ্গ থেকে ৪১জনকেই উদ্ধার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। 'উদ্ধারের সাফল্য আমাকে আবেগপ্রবণ করে দিয়েছে, আপনাদের সাহস আর ধৈর্য আমাদের অনুপ্রাণিত করেছে',আটক শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারীদেরও শুভেচ্ছা জানালেন মোদি। 

Uttarkashi Tunnel Rescue Operation: চেক আপ করিয়েছো তো?', ছেলের সঙ্গে ১৭ দিন পরে মোবাইলে কথা বলার সময় প্রথম এই প্রশ্নই করলেন হুগলির বাসিন্দা সৌভিক পাখিরার মা।

'চেক আপ করিয়েছো তো?', ছেলের সঙ্গে ১৭ দিন পরে মোবাইলে কথা বলার সময় প্রথম এই প্রশ্নই করলেন হুগলির বাসিন্দা সৌভিক পাখিরার মা।

Uttarkashi Tunnel Rescue Operation Live:মুক্তির আলো দেখলেন ৪১জন শ্রমিক, উদ্ধার পেয়েই মায়ের সঙ্গে ফোনে কথা বললেন হুগলির সৌরভ পাখিরা 

মৃত্যুর সঙ্গে যুদ্ধে জীবনেরই জয়, মুক্তির আলো দেখলেন ৪১জন শ্রমিক। উদ্ধার পেয়েই মায়ের সঙ্গে ফোনে কথা বললেন হুগলির সৌরভ পাখিরা 

Uttarkashi Tunnel Rescue Operation: উত্তরকাশীর টানেল থেকে বের করা হল২০ জন শ্রমিককে

সুড়ঙ্গে মুক্তির আলো, উত্তরকাশীর টানেল থেকে বের করা হল২০ জন শ্রমিককে। 

Uttarkashi Tunnel Rescue Operation Live: ২ জনের পর আরও ৫ জনকে উদ্ধার

৪০০ ঘণ্টার অপেক্ষার পর অবশেষে মুক্তি। উত্তরকাশীর টানেল থেকে ২ জন শ্রমিকের পর আরও ৫ জনকে উদ্ধার।  

Uttarkashi Tunnel Rescue Operation: সুড়ঙ্গে মুক্তির আলো, উত্তরকাশীর টানেল থেকে বের করা হল ২ শ্রমিককে

সুড়ঙ্গে মুক্তির আলো, উত্তরকাশীর টানেল থেকে বের করা হল ২ শ্রমিককে। বিপর্যয়ের ১৭ দিনের মাথায় উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের। সুড়ঙ্গ থেকে প্রথম উদ্ধার করা হল ঝাড়খণ্ডের শ্রমিক বিজয় হরিকে। ধীরে ধীরে উদ্ধার করা হবে বাকি ৩৯ জন শ্রমিককে। ২ শ্রমিককে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা। টানেলের সামনে প্রস্তুত অ্যাম্বুল্যান্স, নিয়ে যাওয়া হবে স্থানীয় হাসপাতালে। সঙ্কটজনক শ্রমিকদের নিয়ে যাওয়া হবে হৃষিকেশ এইমসে

Uttarkashi Tunnel Rescue Operation Live: আলোয় ফেরা, ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসবেন শ্রমিকরা

আলোয় ফেরা, ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসবেন শ্রমিকরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। 

Uttarkashi Tunnel Rescue Operation:সিল্কিয়ারা সুড়ঙ্গের যেখানে শ্রমিকরা আটকে রয়েছেন, সেখানে পৌঁছল পাইপ।

সিল্কিয়ারা সুড়ঙ্গের যেখানে শ্রমিকরা আটকে রয়েছেন, সেখানে পৌঁছল পাইপ। এবার পাইপে আলো বসানোর কাজ চলছে যাতে উদ্ধারকারীদের কাজে কোনও অসুবিধআ না হয়। 

Uttarkashi Tunnel Rescue Operation Live:উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারের মাঝে বাধা আরও একটি পাইপ

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারের মাঝে বাধা আরও একটি পাইপ। পাইপ কাটার পর টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে প্রস্তুত উদ্ধারকারী দল

Uttarkashi Tunnel Rescue Operation:উত্তরকাশীতে উদ্ধারের অপেক্ষায় বাংলার ৩ শ্রমিক টিম পাঠাল রাজ্য, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরকাশীতে উদ্ধারের অপেক্ষায় বাংলার ৩ শ্রমিক টিম পাঠাল রাজ্য, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Uttarkashi Tunnel Rescue Operation Live: যে কোনও মুহূর্তে উদ্ধারের অপেক্ষা, এরাজ্যের পাশাপাশি প্রহর গুণছে গোটা দেশ। 

উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়েন বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জন। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। অন্যদিকে, কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদারও আটকে পড়েন সুড়ঙ্গ বিপর্যয়ে। যে কোনও মুহূর্তে উদ্ধারের অপেক্ষা, এরাজ্যের পাশাপাশি প্রহর গুণছে গোটা দেশ। 

Uttarkashi Tunnel Rescue Operation:'বাংলায় ফিরিয়ে আনার জন্য যাচ্ছেন দিল্লির রেসিডেন্ট কমিশনার', উত্তরকাশী নিয়ে ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

'বাংলায় ফিরিয়ে আনার জন্য যাচ্ছেন দিল্লির রেসিডেন্ট কমিশনার', উত্তরকাশী নিয়ে ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী। 'বাংলার ৩জনের জন্য গাড়িতেই উত্তরকাশী রওনা হয়েছেন ৪জন', আটকে পড়া বাংলার ৩জনের উদ্ধার নিয়ে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়। 

Uttarkashi Tunnel Rescue Operation Live: এখনও ১ ঘণ্টার অপেক্ষা, প্রহর গুনছে গোটা দেশ।

এখনও ১ ঘণ্টার অপেক্ষা, প্রহর গুনছে গোটা দেশ। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারের মাঝে বাধা আরও একটি পাইপ। 

Uttarkashi Tunnel Rescue Operation:১৭ দিনের মাথায় উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে আশার আলো

শেষপর্যন্ত মানুষের হাতেই মানুষের মুক্তি। ১৭ দিনের মাথায় উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে আশার আলো। উত্তরাখণ্ডের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই পাথর কেটে মাইক্রো টানেল বসিয়ে সুড়ঙ্গে যাওয়ার পথ তৈরি করে দেন শ্রমিকরা।

Uttarkashi Tunnel Rescue Operation Live: ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিকের কাছে পৌঁছল উদ্ধারকারী টিম

১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিকের কাছে পৌঁছল উদ্ধারকারী টিম। সুড়ঙ্গে মুখে এনে রাখা হল অ্যাম্বুল্যান্স, স্ট্রেচার বেড। এরপর একে একে আটকে থাকা শ্রমিকদের বাইরে বের করা হবে

Uttarkashi Tunnel Rescue Operation Live ছ নিজের চোখে না-দেখা অবধি বিশ্বাস নয়, বললেন আতঙ্কিত মা

ছেলে আটকে অন্ধকার সুড়ঙ্গে। মায়ের অপেক্ষা। নিজের চোখে না-দেখা অবধি বিশ্বাস নয়। বললেন আতঙ্কিত মা।





Uttarkashi Tunnel Rescue Operation Live: সুড়ঙ্গের সামনে অ্যাম্বুল্যান্স, মুক্তির মুহূর্ত সামনে, অপেক্ষায় পরিজনরা

উদ্ধারকারী টিমের সামনে জয় মাতা দি ধ্বনি শ্রমিকদের। সুড়ঙ্গের সামনে লাগানো হচ্ছে অ্যাম্বুল্যান্স। উদ্ধারের পর শ্রমিকদের সোজা নিয়ে যাওয়া হবে হাসপাতালে। সুড়ঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ধামি


 





Uttarkashi tunnel rescue LIVE : সুড়ঙ্গে প্রবেশ করলেন মুখমন্ত্রী পুষ্কর সিং ধামি

উত্তরকাশীর অন্ধকার সুড়ঙ্গে মুক্তির আলো, ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিকের কাছে পৌঁছল উদ্ধারকারী টিম। সুড়ঙ্গে প্রবেশ করলেন মুখমন্ত্রী পুষ্কর সিং ধামি। 

Uttarkashi Tunnel Operation Live: উদ্ধারকারী টিমের সামনে জয় মাতা দি ধ্বনি শ্রমিকদের

সুড়ঙ্গে মুক্তির অপেক্ষায় বাংলার ৩ শ্রমিকও। ৪১ জন শ্রমিকই সুরক্ষিত আছেন, দাবি উদ্ধারকারী টিমের। উদ্ধারকারী টিমের সামনে জয় মাতা দি ধ্বনি শ্রমিকদের। সুড়ঙ্গের সামনে লাগানো হচ্ছে অ্যাম্বুল্যান্স। 

সুড়ঙ্গে মুখে এনে রাখা হল অ্যাম্বুল্যান্স, স্ট্রেচার বেড

উত্তরকাশীর অন্ধকার সুড়ঙ্গে মুক্তির আলো। ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিকের কাছে পৌঁছল উদ্ধারকারী টিম। সুড়ঙ্গে মুখে এনে রাখা হল অ্যাম্বুল্যান্স, স্ট্রেচার বেড। এরপর একে একে আটকে থাকা শ্রমিকদের বাইরে বের করা হবে। 

Uttarkashi Tunnel Rescue Live: উদ্ধারকারী টিমের সামনে জয় মাতা দি ধ্বনি শ্রমিকদের

সুড়ঙ্গে মুক্তির অপেক্ষায় বাংলার ৩ শ্রমিকও। ৪১ জন শ্রমিকই সুরক্ষিত আছেন, দাবি উদ্ধারকারী টিমের। উদ্ধারকারী টিমের সামনে জয় মাতা দি ধ্বনি শ্রমিকদের। সুড়ঙ্গের সামনে লাগানো হচ্ছে অ্যাম্বুল্যান্স।

Uttarkashi Tunnel Operation Live: উত্তরকাশীতে শুরু হয়েছে হালকা বৃষ্টি

উত্তরকাশীতে শুরু হয়েছে হালকা বৃষ্টি। তবে এর জন্য উদ্ধারকাজ ব্যাহত হবে না বলেই মনে করছেন উদ্ধারকারীরা। 

Uttarkashi Tunnel Rescue Live: প্রস্তুত পোস্ট রেসকিউ টিম, শ্রমিকদের মুক্তির সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ১৭ দিন পর শ্রমিকদের মুক্তির সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল। মাত্র ২ থেকে ৩ মিটার দূরত্বে উদ্ধারকারীরা। টানেলের মুখে তৈরি স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার। প্রস্তুত পোস্ট রেসকিউ টিম।

Uttarkashi Tunnel Operation Live: টানেলের মুখে তৈরি স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ১৭ দিন পর শ্রমিকদের মুক্তির সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল। মাত্র ২ থেকে ৩ মিটার দূরত্বে উদ্ধারকারীরা। টানেলের মুখে তৈরি স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার। প্রস্তুত পোস্ট রেসকিউ টিম।

Uttarkashi Tunnel Operation Live: আর ৩ মিটারের মতো রাস্তা তৈরির কাজ বাকি, পুরোদমে কাজ চালাচ্ছে র‍্যাট মাইনার্স।

উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক।আশার কথা শোনালেন উদ্ধারকারীরা। আর ৩ মিটারের মতো রাস্তা তৈরির কাজ বাকি। পুরোদমে কাজ চালাচ্ছে র‍্যাট মাইনার্স।

Uttarkashi Tunnel Rescue Live: ভরসা Rat-hole mining , কীভাবে বের করে আনা হবে শ্রমিকদের?

Rat-hole mining  কয়লা বের করে আনার জন্য ব্যবহার হয়। খুব ছোট গর্ত খোঁড়া হয়। যার উচ্চতা ৪ ফুটের বেশি নয়। শ্রমিকরা হাতে ধরা যন্ত্রপাতি ব্যবহার করে খনন করে। মেঘালয়ে এই পদ্ধতি খুব প্রচলিত ছিল। এই পদ্ধতি খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই পদ্ধতি এখন নিষিদ্ধ। তবে বর্তমান পরিস্থিতিতে অগার মেশিন ব্যর্থ হওয়ার পর বিশেষজ্ঞরা এই Rat-hole mining  এই ভরসা রাখছেন। 

প্রেক্ষাপট


পার্থপ্রতিম ঘোষ, উত্তরকাশী, উত্তরাখণ্ড: ১৭ দিন পার, উত্তরকাশীর ( Uttarkashi rescue) সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। অব্যাহত উৎকণ্ঠা এবং উদ্বেগ। এসবের মধ্যেও আশার কথা এটাই, এদিন আর নতুন করে কোনও বাধার সমমুখীন হতে হয়নি উদ্ধারকারীদের। এক সঙ্গে চলছে ভার্টিক্যাল এবং ম্যানুয়াল ড্রিলিং। সকাল পর্যন্ত ৫২ মিটার ভার্টিক্যাল ড্রিলিং হয়েছে। পাহাড়ের উপর থেকে ভার্টিক্যাল অর্থাৎ উলম্বভাবে ড্রিলিংয়ের সময়, এদিন জল বের হতে শুরু হয়। সেই জল বের করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, আলাদা লাইফ-লাইন চালুর কাজও প্রায় শেষের মুখে।

একই সঙ্গে টানেল (Uttarakhand Tunnel Collapse) থেকে অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ বের করে আনার কাজও শেষ হয়েছে গতকাল। শুরু হয়েছে, সুড়ঙ্গে সমান্তরাল পথে পাথর সরানোর কাজ। তার জন্য ১২ জন শ্রমিককে আনা হয়েছে। তাঁরা, ঘুরিয়ে ফিরিয়ে ২৪ ঘণ্টা কাজ করবেন। এদিকে, ১৬ দিন ধরে আটকে থাকার পর শ্রমিকদের মনোবল যাতে কোনওভাবে ভেঙে না পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অত্যাধুনিক রেসকিউ রোবটিক সিস্টেম আনা এসেছে। এদিন সিল্কিয়ারায় উদ্ধারকাজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র ও উত্তরাখণ্ডের মুখ্যসচিব S S সান্ধু। সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গের পাশে যজ্ঞের আয়োজন করা হয়। অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং।

 সোশাল মিডিয়ায় (Social Media) তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, উত্তরকাশী সুড়ঙ্গ ধসের জন্য দায়ী বিজেপি! অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অবহেলা করা হয়েছে, হিমালয়ের ভঙ্গুরতা এবং বহন ক্ষমতাকে। লাভ বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা অবহেলা করা হয়েছে। অর্থনৈতিক লাভের জন্য আর কতদিন মানুষকে বলি দেবেন?






- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.