Uttarkashi Tunnel Rescue LIVE: ৪০০ ঘণ্টার লড়াই শেষ, সুড়ঙ্গ থেকে ৪১জন শ্রমিকই উদ্ধার

Uttarkashi tunnel Rescue Operation Live: উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক।আশার কথা শোনালেন উদ্ধারকারীরা।

ABP Ananda Last Updated: 28 Nov 2023 11:22 PM

প্রেক্ষাপট

পার্থপ্রতিম ঘোষ, উত্তরকাশী, উত্তরাখণ্ড: ১৭ দিন পার, উত্তরকাশীর ( Uttarkashi rescue) সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। অব্যাহত উৎকণ্ঠা এবং উদ্বেগ। এসবের মধ্যেও আশার কথা এটাই, এদিন আর নতুন...More

Uttarkashi Tunnel Rescue Operation Live:সুড়ঙ্গ থেকে প্রথম প্রথম ২ শ্রমিক ঝাড়খণ্ডের। উদ্ধার ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো।

সুড়ঙ্গ থেকে প্রথম প্রথম ২ শ্রমিক ঝাড়খণ্ডের। উদ্ধার ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো।