West Bengal News Live Updates : ১৭ দিন পর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিক উদ্ধার, বাংলার ৩ ঘরে আনন্দের ছবি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 28 Nov 2023 11:52 PM
West Bengal Live Blog : নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করায়, প্রায় ৭ হাজার চাকরিপ্রার্থীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে অভিযোগ

নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করায়, প্রায় ৭ হাজার চাকরিপ্রার্থীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে অভিযোগ। এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীররা। সেই মামলায়, রাজ্যের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন করে, ৫ই ডিসেম্বরের মধ্যে কেস ডায়েরি তলব করল হাইকোর্ট।

WB News Live : ফের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকল্পের নাম বদলের অভিযোগ, জ্য সরকারকে জরিমানা করার হুঁশিয়ারি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকল্পের নাম বদলের অভিযোগ। কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' প্রকল্পের নাম পরিবর্তন করে 'বাংলা সহায়তা কেন্দ্র' করার অভিযোগ সুকান্ত মজুমদারের। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ১২ ই ডিসেম্বরের মধ্যে হলফনামা না দিলে, রাজ্য সরকারকে জরিমানা করার হুঁশিয়ারি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। 

Uttarakhand Tunnel Rescue : উদ্ধার বাংলার ৩ সহ মোট ৪১ জন শ্রমিক, স্বস্তি বাংলার ৩ ঘরে

উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গের (Uttarakhand Tunnel Rescue) মাঝে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন ছিলেন বাংলার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির (Hooghly) পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন ছিলেন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। সঙ্গে ছিলেন কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার। বাকিদের সঙ্গে উদ্ধার হয়েছেন তাঁরাও। পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সকলেই সুস্থ রয়েছেন। খুশির আবহ বাংলার তিন ঘরে।

WB News Live : আলিপুরদুয়ারে রবীন্দ্র ভবন চত্বরে বিয়ের আসর

আলিপুরদুয়ারে রবীন্দ্র ভবন চত্বরে বিয়ের আসর। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সরকারি ভবন বেআইনিভাবে ভাড়া দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। সমালোচনায় সরব আলিপুরদুয়ারের বিশিষ্ট নাগরিকরা। অসামাজিক কার্যকলাপ আটকাতে এই সিদ্ধান্ত, সাফাই পুর চেয়ারম্যানের। 

West Bengal Live Blog : রাজ্যজুড়ে সক্রিয় জামতাড়া গ্যাং, ভিনরাজ্যে বসে এজেন্টদের মাধ্যমে গোটা দেশে চলছে অপারেশন

রাজ্যজুড়ে সক্রিয় জামতাড়া গ্যাং। ভিনরাজ্যে বসে এজেন্টদের মাধ্যমে গোটা দেশে চলছে অপারেশন। জামতাড়া গ্যাংয়ের দুই এজেন্টকে এবার গ্রেফতার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ধৃতরা ট্যাংরা ও মানিকতলা এলাকার বাসিন্দা। অভিযোগ, গত ৭ জুন, নিউ ব্যারাকপুরের একটি সোনার দোকান থেকে ডেবিট কার্ড ব্যবহার করে ৩৮ হাজার টাকা সোনা কেনেন অভিযুক্ত অনুজ সাউ। এরপরই ওই স্বর্ণ ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, গত ১৪ অক্টোবর সুনীল পাটোয়া নামে আরেক জনকে নিয়ে সোনা কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই প্রতারক। এরপর নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বাগুইআটি-সহ বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর ডেবিট ও ক্রেডিট কার্ড, প্যান কার্ড, ব্যবহার করা সিমকার্ড, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, নোটারি সার্টিফিকেট,
বিভিন্ন সংস্থার নেমপ্লেট। এমনকী মিলেছে, আধার কার্ড তৈরি ও থাম্ব ইম্প্রেশন তৈরির যন্ত্রও। জামতাড়া গ্যাং বাংলা ছাড়াও, অসমে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার জাল বিছিয়েছে বলে পুলিশের দাবি।  

WB News Live : দত্তপুকুরের কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ, জখম ২৩ বছরের কবিরুল আলি

দেগঙ্গার পর এবার দত্তপুকুরের কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে জখম ২৩ বছরের কবিরুল আলি। বাড়ি দেগঙ্গার গোঁসাইপুরে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কদম্বগাছির সাজিপাড়ায় ঝোপ পরিষ্কার করতে গিয়ে শাবলের আঘাতে মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে যায়। তরুণের বাঁ হাতে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে। কীভাবে ওখানে বোমা এল, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।

West Bengal Live Blog : লোকসভা ভোটের দামামা বাজিয়ে কাল ধর্মতলায় বিজেপির সমাবেশ

লোকসভা ভোটের দামামা বাজিয়ে কাল ধর্মতলায় বিজেপির সমাবেশ। প্রস্তুতি খতিয়ে দেখলেন সুকান্ত মুখোপাধ্যায়-শুভেন্দু অধিকারী। 

WB News Live : ধর্মতলায় অমিত শা-র সভার আগে বিধানসভায় তৃণমূল-বিজেপি ডুয়েল

ধর্মতলায় অমিত শা-র সভার আগে বিধানসভায় তৃণমূল-বিজেপি ডুয়েল। একদিকে আজই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিধানসভা চত্বরে কর্মসূচি তৃণমূলের। অন্যদিকে, রাজ্যে বিভিন্ন সরকারি দফতরে দুর্নীতির অভিযোগে বিধানসভায় বিজেপির আলোচনা-প্রস্তাব খারিজ হওয়ায় তুলকালাম। বিধানসভার ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। হাতে ছিল পোস্টার। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাঁরা ওয়াক আউট করেন। এদিন দুর্নীতি ইস্যুতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায় বিজেপি। নিয়ম না মানার কারণ জানিয়ে আবেদনে সাড়া দেননি বিধানসভার অধ্যক্ষ। তবে প্রস্তাব পাঠের অনুমতি দেন। প্রস্তাব পাঠের পর বিজেপি বিধায়করা আলোচনার দাবি জানালে, তা খারিজ হয়ে যায়। 

West Bengal Live Blog :কেন্দ্রের কমন সার্ভিস সেন্টার প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলা সহায়তা কেন্দ্র নামে প্রকল্প চালুর অভিযোগ সুকান্ত মজুমদারের 

কেন্দ্রের কমন সার্ভিস সেন্টার প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলা সহায়তা কেন্দ্র নামে প্রকল্প চালুর অভিযোগ সুকান্ত মজুমদারের । রাজ্যকে ৫০ হাজার টাকা জরিমানার হুঁশিয়ারি প্রধান বিচারপতির। ১২ ডিসেম্বরের মধ্যে হলফনামা না দিলে জরিমানা করা হবে, জানালেন প্রধান বিচারপতি। হলফনামা দেওয়ার জন্য রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হলে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। এটা জনকল্যাণমূলক প্রকল্প, এতে রাজনীতির রং না দেওয়াই ভালো, মন্তব্য প্রধান বিচারপতির। 'রাজ্যের আচরণে মনে হচ্ছে তারা যেন ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করছেন', মন্তব্য প্রধান বিচারপতির। ১৯ শে ডিসেম্বর পরবর্তী শুনানি। 

WB News Live : ১০০ দিনের টাকা, আবাস যোজনার পর এবার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগ

১০০ দিনের টাকা, আবাস যোজনার পর এবার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগ। রাজ্যের প্রাপ্য ৮০০ কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় অর্থ কমিশনের সচিব এবং স্বাস্থ্য সচিবকে চিঠি  রাজ্যের স্বাস্থ্য সচিবের। রাজ্যে ৪৭৪টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৬৫টি ব্লক স্বাস্থ্য কেন্দ্র, ২৮টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা কেন্দ্রের। অভিযোগ, চলতি অর্থবর্ষে প্রাপ্য বকেয়া এখনও পাঠায়নি কেন্দ্র। কিন্তু কেন মেলেনি কেন্দ্রীয় বরাদ্দ? বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্পের নাম এবং সুস্বাস্থ্য ভবনের রং, খবর স্বাস্থ্য ভবন সূত্রে। কেন্দ্রের শর্তাবলীতে বলা হয়েছে, প্রকল্পের নাম হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, খবর সূত্রের। ভবনের বাইরে লিখতে হবে, আয়ুষ্মান মন্দির, রাজ্যে এই প্রকল্প। হয়ে গিয়েছে সুস্বাস্থ্য প্রকল্প, খবর সূত্রের। কেন্দ্রের শর্তাবলীতে উল্লেখ, ভবনের রং হতে হবে মেটাল ইয়েলো, থাকতে হবে খয়েরি রঙের বর্ডার।
রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে রাঙানো হয়েছে নীল-সাদা রঙে, আর এই নিয়েই বেধেছে গোল, খবর সূত্রের। 

West Bengal Live Blog : পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় হুলুস্থুল

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় হুলুস্থুল। বিরোধী দলনেতার হাত থেকে জোর করে মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ। জেলাশাসকের সামনেই মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির । মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ জেলা পরিষদের তৃণমূল সদস্য টুটুল মল্লিকের বিরুদ্ধে
প্রতিবাদে সভা বয়কট বিজেপির। ভিত্তিহীন অভিযোগ, দাবি অভিযুক্ত তৃণমূল জেলা পরিষদ সদস্যর। 

WB News Live : বিধানসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী, স্পিকারের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব বিজেপির 

বিধানসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী। বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা। অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সাসপেন্ড শুভেন্দু। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব বিজেপির । কাল অমিত শাহের সভার আগে বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু ।


দুর্নীতির অভিযোগে আলোচনা চেয়ে বিজেপির প্রস্তাব, খারিজ হওয়ায় ওয়াকআউট। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের বিক্ষোভ। তৃণমূল বিধায়কদের উদ্দেশে চোর চোর স্লোগান বিজেপি বিধায়কদের। ব্যক্তিতে অপমান নয়, স্পিকারকে অপমান, অভিযোগ তৃণমূল কংগ্রেসের । শুভেন্দুর আচরণকে সমর্থন নয়, অধ্যক্ষকে বললেন আইএসএফ বিধায়ক। 

West Bengal Live Blog : উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়েন বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জন

উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়েন বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জন। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। অন্যদিকে, কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদারও আটকে পড়েন সুড়ঙ্গ বিপর্যয়ে। যে কোনও মুহূর্তে উদ্ধারের অপেক্ষা, এরাজ্যের পাশাপাশি প্রহর গুণছে গোটা দেশ। 

প্রেক্ষাপট

উত্তরকাশীর সুড়ঙ্গ (Uttarakhand Tunnel Rescue) থেকে ১৭ দিন পর শ্রমিকদের মুক্তির সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল। মাত্র ২ থেকে ৩ মিটার দূরত্বে উদ্ধারকারীরা। টানেলের মুখে তৈরি স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার। প্রস্তুত পোস্ট রেসকিউ টিম। অপেক্ষার প্রহর গুণছে বাংলার তিন পরিবার। আটকে থাকা ৪১ জন শ্রমিকের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গে।

বিধানসভার অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্পিকারের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব জমা।

আগামীকালের শাহ সভার আগে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) ডুয়েল। বিধানসভা চত্বরে তিনদিনের প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। সুর চড়িয়ে দুর্নীতির অভিযোগে বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির।

মহম্মদবাজারে বিস্ফোরক উদ্ধার তদন্তে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তিহাড় যেতে পারে এনআইএ। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেলে গিয়ে জেরা করবে তদন্তকারী সংস্থা।

জয়নগর, আমডাঙা, জগদ্দলের পর গোসাবা। ২ সপ্তাহের মধ্যে ফের তৃণমূল নেতা খুন। দলের একাংশের বিরুদ্ধেই পিটিয়ে, নদীতে চুবিয়ে খুনের অভিযোগ।

দেগঙ্গার পর এবার দত্তপুকুরে বোমা ফেটে গুরুতর জখম যুবক। ভর্তি হাসপাতালে। ঝোপ পরিষ্কার করতে গিয়ে মাটিতে পোঁতা বোমায় বিস্ফোরণ। কীভাবে এল বোমা, তদন্তে পুলিশ।

১০০ দিনের টাকা, আবাস যোজনার পর এবার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগ। রাজ্যের প্রাপ্য ৮০০ কোটি টাকা চেয়ে চিঠি রাজ্যের। কেন্দ্রের শর্ত না মানায় সমস্যআ, খবর স্বাস্থ্যভবন সূত্রে (Health Department)।


কলকাতায় গত চারদিনে চার খুনের পর এবার শ্যামবাজারে রহস্যজনক মৃত্যু (Unnatural Death)। ট্রাফিক পুলিশের কিয়স্কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মাথায় ক্ষতচিহ্ন। উদ্ধার রক্তমাখা পাথর। তদন্তে লালবাজার।

মুর্শিদাবাদের বেলডাঙায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে খুনই হয়ে গেলেন বেসরকারি ঋণদানকারী সংস্থার কর্মী। বচসা চলাকালীন ধারালো অস্ত্রের পরপর কোপ। এলাকায় চাঞ্চল্য, ফেরার অভিযুক্ত।   


সকাল থেকে শিরোনামে ছিল কোন খবরগুলি, দেখুন এক ক্লিকে                                                                                                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.