উত্তরকাশী : ১৬ দিন পার, উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। তবে অন্ধকারের শেষে দেখা গেল আশার আলো। ভার্টিক্যাল ড্রিলিং অর্থাৎ পাহাড়ের ওপর থেকে লম্বালম্বিভাবে গর্ত খোঁড়ার কাজ ভাল ভাবেই এগোচ্ছে। ইতিমধ্যেই ৫০ মিটারেরও বেশি অংশে রাস্তা তৈরির কাজ শেষ। বাকি আর মাত্র ৫-৬ মিটার। 


একই সঙ্গে ম্যানুয়াল ড্রিলিং অর্থাৎ মানুষ দিয়ে পাথর কাটার কাজও চলছে। গত দু’দিনে কোনও বড় বাধার মুখে পড়তে হয়নি উদ্ধারকারীদের। সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের দ্রুতই উদ্ধার করা যাবে বলে তাঁদের আশা। উদ্ধারকাজ পরিদর্শনে হাজির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 


সিল্কিয়ারা পৌঁছানোর পরে মুখ্যমন্ত্রী সুড়ঙ্গে চলমান উদ্ধারকাজ খতিয়ে দেখেছেন। তিনি সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের খোঁজখবর নিয়মিতই রাখছেন। এদিন ঘটনাস্থনে পৌঁছেও বিস্তারিত খবর জানতে চান।  ১৭ দিন অন্ধকার সুড়ঙ্গে আটকে থাকা মানুষগুলো যাতে মনোবল না হারান, তার জন্য  চিকিৎসকদের নির্দেশ দেন তাঁদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার পরামর্শ দেন । তিনি জানান, আপাতত সব  শ্রমিকরা সুস্থ ও নিরাপদই আছেন। মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন ' সব শ্রমিক ভাইদের নিরাপদে বের করে আনতে পরিচালিত উদ্ধার অভিযানের দ্রুত সাফল্যের জন্য আমি বাবা বাউখনাগজির কাছে প্রার্থনা করি। ' 


উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, উত্তরকাশীর সিল্কিয়ারা উদ্ধার অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর এবং মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এটা ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ। সিল্কিয়ারা টানেলে এমন কোনো শ্রমিক আটকে নেই। দয়া করে এটা শেয়ার করে ভুল তথ্য ছড়াবেন না। যারা এ ধরনের বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


আশার কথা এটাই, উদ্ধার অভিযানের মধ্যে একটি ল্যান্ডলাইন সুবিধা স্থাপন করা হয়েছে। বিএসএনএল এই ল্যান্ডলাইন সুবিধাটি প্রতিষ্ঠা করেছে যাতে কর্মীরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের কথা বলার জন্য একটি ফোন দেওয়া হবে।  


সোশাল মিডিয়ায় তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, উত্তরকাশী সুড়ঙ্গ ধসের জন্য দায়ী বিজেপি! অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অবহেলা করা হয়েছে, হিমালয়ের ভঙ্গুরতা এবং বহন ক্ষমতাকে। লাভ বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা অবহেলা করা হয়েছে। অর্থনৈতিক লাভের জন্য আর কতদিন মানুষকে বলি দেবেন? 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন :


কলকাতায় কখন মঞ্চে উঠবেন শাহ? ভোটকে পাখির চোখ করে কখন কী কর্মসূচি?