কলকাতা: করোনা পরিস্থিতিতে কম কর্মী। ব্যাঙ্কে ভিড়ও অপেক্ষাকৃত কম। এমত অবস্থাতেই শুক্রবার ভরদুপুরে উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউ এর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ২৪ ঘণ্টা পেরনোর আগেই ডাকাতির কিনারা করে ফেলল পুলিশ। সৌজন্যে সিসিটিভি ফুটেজ।
চন্দননগর পুলিশের হাতে চুরি যাওয়া নগদ  সহ ধরা পড়ল ডাকাতদল।  সিসিটিভি ফুটেজের সূত্রে ধরে ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেটের পুলিশ।  গ্রেফতার করা হয় প্রীতম ঘোষ ওরফে বাবাই নামে মূল অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, লকডাউনের সময় বিহার থেকে সাইকেলে হুগলিতে আসে প্রীতম। এরপর সঙ্গী-সাথী জুটিয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সে ডাকাতি করে বলে অভিযোগ।  প্রীতম ও তার দলবলের কাছ থেকে নগদ, আগ্নেয়াস্ত্র ও মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ওই ডাকাত দল  আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের আটকে রেখে লুঠ চালায়। ভল্ট থেকে টাকা হাতিয়ে নেয়।  ডাকাতির ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। বাইকে করে ৩ দুষ্কৃতী এসেছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে খবর। ওই বাইকে করেই চম্পট দেয় তারা।