নয়াদিল্লি: এলাহাবাদ হাইকোর্টে ‘জনস্বার্থে’ ভাগবত গীতা স্কুলপাঠ্যে ঢোকানোর নির্দেশ দেওয়ার আবেদন। পিটিশনার ব্রহ্ম শঙ্কর শাস্ত্রীর আবেদন, ‘সমাজের সামগ্রিক স্বার্থ বিচার করে’ সব শ্রেণির পড়ুয়াদের গীতা স্কুলপাঠ্য়ের অংশ হিসাবে পড়ানো হোক। কিন্তু এই আবেদন মানেনি আদালত।
তবে বিচারপতি পঙ্কজ মিথাল ও বিচারপতি সৌরভ লাভানিয়ার বেঞ্চ আবেদনকারীকে উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদের দ্বারস্থ হতে বলেছে। তাঁর পিটিশনটি খারিজ করেছেন বিচারপতিরা। বলেছেন, যে রিট পিটিশন জমা পড়েছে, সেটি পুরোপুরি অস্পষ্ট, ভ্রান্ত ধারণায় ভরা, তাই খারিজ করা হল। যদিও একইসঙ্গে বেঞ্চ বলেছে, পিটিশনার যদি ভাগবত গীতাকে ইন্টারমিডিয়েটের সিলেবাসের একটি বিষয় হিসাবে অন্তর্ভূক্ত করার পক্ষপাতী হন, তবে তিনি সেজন্য় উত্তরপ্রদেশের হাইস্কুল ও ইন্টারমিডিয়েট এডুকেশন বোর্ড অথবা অন্য কোনও সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানাতে পারেন, যাকে তিনি এটাকে পড়ানোর বিষয় হিসাবে সামিল করানোর জন্য সঠিক মঞ্চ হিসাবে মনে করেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘জনস্বার্থে’ স্কুলে পড়ানো হোক ভাগবত গীতা, পিটিশন খারিজ এলাহাবাদ হাইকোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 09:58 PM (IST)
বিচারপতি পঙ্কজ মিথাল ও বিচারপতি সৌরভ লাভানিয়ার বেঞ্চ আবেদনকারীকে উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদের দ্বারস্থ হতে বলেছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -