নয়াদিল্লি: জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্যে কোনও ফারাক নেই বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্টে কেন্দ্র জানিয়েছে, ‘জন গণ মন’ (Jana Gana Mana) এবং ‘বন্দে মাতরম’কে (Vande Mataram) সমান মর্যাদা প্রাপ্য। দেশের নাগরিকদের (Indian Citizens) কাছ থেকে তেমনই আচরণ প্রাপ্য (Central Government)।


‘জন গণ মন’ এবং ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক, মামলা আদালতে পৌঁছেছে


‘জন গণ মন’ গাওয়া বা বাজানোর ক্ষেত্রে দেশে বেশ কিছু লিখিত বিধি-নিয়ম রয়েছে। তবে ‘বন্দে মাতরম’-এর ক্ষেত্রে তেমন কোনও বিধি-নিয়ম নেই (National Song)। তবে কেন্দ্র জানিয়েছে, ‘বন্দে মাতরম’ গানটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। জড়িয়ে রয়েছে ভারতীয় আবেগ। এ নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশই পালন করা হয় (National Anthem)।


 


আরও পড়ুন: Vande Mataram: ‘জন গণ মন’র মতো ‘বন্দে মাতরম’ নিয়ে বিধি-নিয়ম নেই কেন, আদালতে জবাব দিল কেন্দ্র


 


‘জন গণ মন’-র মতো  ‘বন্দে মাতরম’-এর সমান মর্যাদার দাবি জানিয়ে- আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পেশায় আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। তার জবাবেই আদালেত হলফনামা জমা দিয়ে কেন্দ্র জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানকে এক বন্ধনীতে রেখেছে, যা শুধুমাত্র আদালতের রায়ের উপর নির্ভরশীল নয় বলে জানিয়েছে কেন্দ্র।


জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের সমান মর্যাদা প্রাপ্য, আদালতে জানাল কেন্দ্রীয় সরকার


কিন্তু মামলাকারী ব্যক্তি আদালতে জানান, ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়েও নির্দিষ্ট বিধি-নিয়ম থাকা জরুরি। কারণ স্কুল, কলেজ, সাংস্কৃতির অনুষ্ঠান এমনকি সিনেমার পর্দায় বার বার গানটি গাওয়া হলেও, কোনও নিয়ম মানা হয় না। বরং তার অপব্যবহারই চোখে পড়ে। দেশের স্বাধীনতা সংগ্রামে গানটির গুরুত্ব অপরিসীম।


আদালতে কেন্দ্রীয় সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন আইনজীবী মণীশ মোহন। তিনি বলেন, “জন গণ মন এবং বন্দে মাতরম মর্যাদা সমান। দেশের নাগরিকদেরও সমান সম্মান দেখানো উচিত। ” এর আগেও ‘বন্দে মাতরম’ নিয়ে মামলা হয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্ট কোনও তর্কে যেতে চায়নি। দেশের সংবিধানেও জাতীয় গানের কোনও উল্লেখ নেই বলে আদালতে তুলে ধরা হয়। ‘বন্দে মাতরমন’ গাওয়ার জন্য গাওয়ার জন্যও বিধি-নিয়মের কথা বলা হলে, আগে একটি আবেদন খারিজ হয়ে যায় আদালতে।