বারাণসী: লকডাউনের মধ্যেই রেললাইন ধরে নেপাল যাওয়ার চেষ্টা করায়, ২৮ জনকে ধরল বারাণসী পুলিশ। সকলকে পাঠানো হয়েছে কোয়ারান্টিনে।
থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিজয় বাহাদুর সিংহ জানান, ধৃতেরা সকলেই নেপালের নাগরিক। একজন মহিলাও রয়েছেন। এঁরা সাসারাম থেকে রেলপথ ধরে গোরক্ষপুর যাচ্ছিলেন।
স্থানীয়রা পুলিশকে খবর দেয় যে, এক দঙ্গল লোক রেললাইন ধরে চলেছে। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাঁদের ধরে ফেলে। ধৃতদের কয়েকজন জানান, তাঁরা সাসারামে জৈব সারের প্রশিক্ষণ নিচ্ছিলেন একইসঙ্গে স্থানীয় সংস্থার উৎপাদন বেচতেন।
ধৃতদের দাবি, ২ মাসের ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক তাঁদের বের করে দেন। তাঁরা বলেন, আমরা রেললাইন ধরে নেপালের দিকে এগোচ্ছিলাম। পুলিশ জানিয়েছে, ধৃতরা নেপালের ভোজপুর, সিরহা, সিন্ধুবী, রোতহর, কোতঙ্গ সহ বিভিন্ন জেলার বাসিন্দা।