নয়াদিল্লি: টোলের ক্ষেত্রে গ্লোবাল পজিশনিং সিস্টেম চালু হবে সারা দেশে। প্রযুক্তির সাহায্যে সংগ্রহ করা হবে টোল। যার মাধ্যমে সারা দেশে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। বৃহস্পতিবার একথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানান, আগামী দুবছরের মধ্যে টোল বুথ ফ্রি হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।


বৃহস্পতিবার অ্যাসোচাম ফাউন্ডেশন সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। ন্যাশনাল ইনফাস্ট্রাকচার পাইপলাইন ক্রিটিক্যাল ফর ইকোনমিক রিভাইভাল অ্যাক্রস সেক্টর বিষয়ে নিজের মতামত পেশ করেন নীতিন গড়করি। তিনি জানান, টোলের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সব বাণিজ্যিক যান ভেহিকল ট্র্যাকিং সিস্টেমের আওতায় চলে আসবে। পুরনো গাড়িতে জিপিএস প্রযুক্তি কীভাবে সংযুক্ত করা যায় তা পর্যালোচনা করছে কেন্দ্রীয় সরকার।

এদিন তিনি আরও জানিয়েছেন, টোল থেকে প্রাপ্ত টাকা আগামী বছর মার্চ মাসের মধ্যে ৩৪ হাজার কোটিতে পৌঁছে যাবে। জিপিএস প্রযুক্তি যোগ হলে আগামী ৫ বছরের মধ্যে ১ লক্ষ ৩৪ হাজার কোটিতে পৌঁছবে। তাঁর কথায়, কর্মসংস্থানের একমাত্র পথ শিল্পের উন্নতি। কিন্তু বর্তমানে শিল্প মূলত শহর কেন্দ্রীক। চেন্নাই, মুম্বই, দিল্লি, কলকাতাতে নগরায়নের ফলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তিনি এদিন বিকেন্দ্রীকরণের উপরও জোর দিয়েছেন। অর্থনৈতিক দিক থেকে দুর্বল প্রজেক্টকে সাহায্য করবে কেন্দ্র।