নয়াদিল্লি: এই লকডাউনের বাজারে আরও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এমনিতেই জনপ্রিয় ভিডিও চ্যাট অ্যাপ হাউসপার্টির। গত মাসে এই অ্য়াপ ৫ কোটি ডাউনলোড হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থা।


চিনা ভিডিও চ্যাট অ্যাপ জুম বিতর্কে জড়িয়ে পড়ায় রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে হাউসপার্টির। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুকের তুলনায় ৭০ গুণ বেশি ডাউনলোড হচ্ছে এই অ্যাপ। হাউসপার্টির মোট ইউজারের সংখ্যা পরিষ্কার না জানালেও অ্যাপের সহ প্রতিষ্ঠাতা  ও সিইও সীমা সিস্তানী বলেছেন, ৫ কোটি ইউজার গত মাসে তাঁদের অ্যাপ ডাউনলোড করেছেন। আইওএস আর অ্যানড্রয়েড মিলিয়ে সংখ্যাটা ১ কোটি ৭০ লক্ষের বেশি।

ডেটা অ্যানালিসিস প্ল্যাটফর্ম অ্য়াপ অ্যানি জানাচ্ছে, গত মাসে ইউরোপে হাউসপার্টির বিশেষ চাহিদা দেখা গিয়েছে। বিশেষ করে ইতালি ও স্পেনে দারুণ জনপ্রিয় হয়েছে এই অ্যাপ। চিনের জুম জড়িয়ে পড়েছে নিরাপত্তা সংক্রান্ত বিতর্কে, সেই সুযোগে বাজারে জমিয়ে বসছে হাউসপার্টি।