নয়াদিল্লি: এই লকডাউনের বাজারে আরও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এমনিতেই জনপ্রিয় ভিডিও চ্যাট অ্যাপ হাউসপার্টির। গত মাসে এই অ্য়াপ ৫ কোটি ডাউনলোড হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থা।
চিনা ভিডিও চ্যাট অ্যাপ জুম বিতর্কে জড়িয়ে পড়ায় রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে হাউসপার্টির। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুকের তুলনায় ৭০ গুণ বেশি ডাউনলোড হচ্ছে এই অ্যাপ। হাউসপার্টির মোট ইউজারের সংখ্যা পরিষ্কার না জানালেও অ্যাপের সহ প্রতিষ্ঠাতা ও সিইও সীমা সিস্তানী বলেছেন, ৫ কোটি ইউজার গত মাসে তাঁদের অ্যাপ ডাউনলোড করেছেন। আইওএস আর অ্যানড্রয়েড মিলিয়ে সংখ্যাটা ১ কোটি ৭০ লক্ষের বেশি।
ডেটা অ্যানালিসিস প্ল্যাটফর্ম অ্য়াপ অ্যানি জানাচ্ছে, গত মাসে ইউরোপে হাউসপার্টির বিশেষ চাহিদা দেখা গিয়েছে। বিশেষ করে ইতালি ও স্পেনে দারুণ জনপ্রিয় হয়েছে এই অ্যাপ। চিনের জুম জড়িয়ে পড়েছে নিরাপত্তা সংক্রান্ত বিতর্কে, সেই সুযোগে বাজারে জমিয়ে বসছে হাউসপার্টি।
গত মাসে ৫ কোটি ডাউনলোড হয়েছে হাউসপার্টি অ্যাপ, দাবি সংস্থার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2020 02:50 PM (IST)
চিনা ভিডিও চ্যাট অ্যাপ জুম বিতর্কে জড়িয়ে পড়ায় রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে হাউসপার্টির।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -