নয়াদিল্লি: প্রাণে বাঁচা বড় দায়। এক মুহূর্ত দূরে মৃত্যু। ছোবল মারতে উদ্যত কেউটে। ঠিক সেই সময় নিজেকে বাঁচাতে কীভাবে মরিয়া হয়ে উঠল নেউল! দেখুন সেই ভিডিও। এক আইএফএস অফিসার তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিওটি। নেউলটি কীভাবে লেজ ঘুরিয়ে দেহের ভারসাম্য বজায় রেখে শরীর উড়িয়ে বাঁচালো নিজেকে, দেখলে শিউরে উঠবেন যে কেউ!
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ওই অফিসার ভিডিওটি শেয়ার করে লিখেছেন, কীভাবে পশুরা দেহের ভারসাম্য ধরে রাখতে লেজ ব্যবহার করে। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন ২.৬ হাজার জন। পেয়েছে বহু মানুষের ‘লাইক’ও।