কয়েকদিন আগে একটি ভিডিও ট্যুইট করে কোভিড হাসপাতাল, এম আর বাঙুরের বেহাল দশার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সোশ্যাবল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়।
আবারও এরকমই আরেকটি ভিডিও এল প্রকাশ্যে । সৌজন্যে বিজেপি বেঙ্গল ট্যুইটার হ্যান্ডেল। এবার ক্যামেরাবন্দি আর জি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

বিজেপি বেঙ্গলের ট্যুইট করা এই ভিডিওতে, এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, এই ছবি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফিমেল আইসোলেশন ওয়ার্ডের। সেখানে তিনি বলেছেন, সেখানকার অবস্থা এত নোংরা, যেখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে।
ভিডিওয় দেখা যাচ্ছে, এখানে চারিদিকে আবর্জনা। বিছানায় নেই চাদরও। শৌচাগারও অপরিষ্কার।

বিড়াল ঘুরে বেড়াচ্ছে বাথরুমে। চারিদিক অপরিচ্ছন্ন। এবার এই ভিডিওকে হাতিয়ার করে ফের রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে নিশানা করেছে বিজেপি।

এই ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপও। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘আরজি করের ছবি দেখলাম, ময়লার স্তূপ জমে আছে আইসোলেশন ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী ঝাড়ু হাতে, চক দিয়ে আঁকছেন, অনেক বড় বড় কথা বলছেন, একবার গিয়ে ঘুরে আসুন।’ যদিও আর জি করের ফিমেল আইসোলেশন ওয়ার্ডে অব্যবস্থার অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
বিজেপির আইটি সেলের চক্রান্ত বলে অভিযোগ উড়িয়েছে তৃণমূল।
করোনা-আবহে বিজেপি বেঙ্গলের ট্যুইট করা আরেকটি ভিডিওয় আবার অভিযোগ তোলা হয়েছে, বাড়ির লোকদের না জানিয়ে রোগীর মৃতদেহ সৎকারে পাঠিয়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিজেপি সূত্রে দাবি, এই ভিডিওটি তোলা হয়েছে হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে।


বিজেপি বেঙ্গলের ট্যুইট করা ভিডিওতে এরপর দেখা যাচ্ছে, রোগীর পরিজনকে হাসপাতালের একজন বোঝানোর চেষ্টা করছেন মৃতদেহ পাঠানোর পিছনে তাঁদের হাত নেই।
তবে যে ব্যক্তির মৃতদেহ নিয়ে এই কথোপকথন, তাঁর মৃত্যু করোনাতেই হয়েছে কিনা, তা অবশ্য ভিডিও থেকে স্পষ্ট হয়নি।
এই ভিডিও ঘিরে তরজা থেমে নেই। মৃতদেহ পরিজনের অজ্ঞাতেই সৎকারে পাঠানো হচ্ছে বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপনের অভিযোগ নিয়ে বারবার তরজায় জড়িয়েছে শাসক-বিরোধী। এবার তাতে নতুন মাত্রা যোগ করল বিজেপি বেঙ্গলের ট্যুইট করা ভিডিও।