মুম্বই: শুধু ভারত নয়, গোটা বিশ্বেই এখন কার্যত লকডাউন চলছে। বেশিরভাগ মানুষ ঘরবন্দি, নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বার হচ্ছেন না। কিন্তু বিরাম নেই তাঁদের, যাঁরা করোনার সঙ্গে প্রকৃত অর্থেই লড়াইটা চালাচ্ছেন, অর্থাৎ চিকিৎসক, পুলিশকর্মী, ডেলিভারি কর্মীরা। একইভাবে জীবন বিপন্ন করে কাজ করছেন পুরসভার নাগরিক পরিষেবার বিভাগগুলির কর্মীরা। এমনই একজনকে ধন্যবাদ জানালেন বিদ্যা বালান।

কাহানি-র অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে পুরসভার এক ঝাড়ুদারনীকে রাস্তা থেকে আবর্জনা সরাতে দেখা যাচ্ছে। বিদ্যা চেঁচিয়ে তাঁকে বললেন, ম্যাডাম, ধন্যবাদ ঈশ্বর আপনার পরিবারকে আশীর্বাদ করুন। তাতে মাথা নাড়লেন মাস্কে মুখ ঢাকা ওই মহিলা।


করোনার সময়ে অনাহারে থাকা মানুষদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে ইনস্টাগ্রামকে ব্যবহার করেন বিদ্যা। নিজের নিজের ক্ষমতা অনুযায়ী দান করার জন্যও অনুরাগীদের অনুরোধ করেছেন তিনি।