মুম্বই: লকডাউনে বলি তারকারা ঘর মুছে, বাসন মেজে সারা। সেই সব ভিডিও তাঁরা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করছেন নিয়মিত। এবার বিদ্যা বালান যেমন দেখালেন, কীভাবে ব্লাউজের কাপড় দিয়ে মাস্ক বানানো যায়। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

বিদ্যা বলেছেন, করোনা রুখতে মাস্কের ব্যবহার অত্যন্ত জরুরি। কিন্তু শুধু আমাদের দেশ, নয়, গোটা বিশ্বেই মাস্ক অপ্রতুল। তবে সহজ সমাধান তো নাগালের মধ্যেই। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, ঠিক সেভাবেই বাড়িতে বসেই মাস্ক বানিয়ে ফেলতে পারি আমরা। যে কোনও কাপড়ের টুকরো নিন, ওড়না, স্কার্ফ, পুরনো শাড়ি যা হোক। আর লাগবে দুটি ব্যান্ড, যেমন রাবার ব্যান্ড।


মহারাষ্ট্রে লকডাউন শুরু হওয়ার পর বিদ্যা সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, স্বাধীনতা, সুস্বাস্থ্যের মত যে সব জিনিস এতদিন আমরা আমাদের অধিকার হিসেবে ভেবে এসেছি, সে সবের প্রকৃত গুরুত্ব বোঝানোর জন্য ধন্যবাদ জানান করোনাভাইরাসকে।