মুম্বই: বিদ্যা বালান এখন ব্যস্ত তাঁর আগামী ছবি শকুন্তলা দেবী নিয়ে। ছবির ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে। এই প্রথম অবশ্য বায়োপিকে কাজ করছেন না বিদ্যা, এর আগেও তিনি করেছেন দ্য ডার্টি পিকচার, এক আলবেলা, মিশন মঙ্গল ইত্যাদি।

এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, তাঁর হাতে একাধিক বায়োপিকের অফার আছে। কিন্তু তিনি নিজে করতে চান প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্র। তিনি বলেছেন, যখনই তিনি ক্ষমতাশালী মহিলার কথা ভাবেন, ইন্দিরার মুখই আগে তাঁর মাথায় আসে। এর আগেও বিদ্যা ইন্দিরার চরিত্র নিয়ে উৎসাহ দেখিয়েছেন। শোনা যাচ্ছিল, এক ওয়েব সিরিজে তাঁকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে। যদিও এ ব্যাপারে এখনও পাকাপাকি কিছু শোনা যায়নি।

৩১ তারিখ আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাচ্ছে শকুন্তলা দেবী। গণিত প্রডিজির এই চরিত্রে আছেন বিদ্যা স্বয়ং। এছাড়া দেখা যাবে সানিয়া মালহোত্রা, অমিত সাধ, যীশু সেনগুপ্তকে। বিদ্যা বলেছেন, শকুন্তলার চরিত্র তাঁকে অনুপ্রাণিত করেছে। তাঁর জীবন, সাফল্য, ব্যক্তিত্ব তাঁকে মুগ্ধ করেছে। শকুন্তলার লার্জার দ্যান লাইফ চরিত্র, নিজের ইচ্ছমত জীবন কাটানোর সাহস.. মহিলা গণিতবিদ হিসেবে নয়, স্রেফ একজন গণিতবিদ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভেবেছিলেন, আমি মহিলা, তার ওপর কোনও কিছু কেন নির্ভর করবে? নারী-পুরুষের জন্য নিয়ম আলাদা হবে কেন? শকুন্তলা যা করতে চেয়েছিলেন, তা করেছিলেন আর সেটা অবিশ্বাস্য। বলেছেন বিদ্যা।