কলকাতা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জঙ্গি হামলার দায় নিল ইসলামিক স্টেট। এমনটাই খবর সংবাদসংসংস্থা রয়টার্স সূত্রে। জানা গিয়েছে, নিজস্ব আমাক নিউজ এজেন্সি মারফৎ একটি বিবৃতি জারি করে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।


এদিকে, ভিয়েনা হামলা যোগে বুধবার জুরিখের কাছ থেকে ২ সুইস নাগরিককে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। জানা গিয়েছে, জুরিখের উত্তর-পূর্বে উইন্টারথার থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে।


ধৃতদের মধ্যে একজনের বয়স ১৮ অপরজনের ২৪। কীভাবে তাদের সঙ্গে ভিয়েনা হামলাকারীদের যোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


ভিয়েনা হামলায় হতাহতের সংখ্যা ২৬ পৌঁছেছে। এমনটাই জানিয়েছেন অস্ট্রিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী কার্ল নেহাম্মের। তিনি বলেন, ৪ জন মারা গিয়েছেন। ২২ জন আহত হয়েছেন। এক পুলিশকর্মী আহত হয়েছিলেন। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল আছেন বলে জানান মন্ত্রী।