ব্যারাকপুর: কখনও অসহায় আর্তি শুনেও অসুস্থকে অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে আসছেন না কেউ, মাটিতে পড়েই মৃত্যু হচ্ছে মূমুর্ষুর, কখনও আবার করোনা আক্রান্ত সন্দেহে মৃতদেহ পড়ে থাকতে দেখেও নিস্পৃহ থাকছেন মানুষ। করোনা কালে অমানবিকতার এরকম ছবি প্রায়শই সামনে আসছে। যা দেখে চিকিৎসক থেকে শুরু করে সমাজকর্মী, বিশিষ্টজন, উৎকণ্ঠায় রয়েছেন সকলেই।
তবু অমানবিকতার সেই নিদর্শন কমছে না। এবার করোনা সন্দেহে এক ব্যক্তিকে বাড়িছাড়া করার অভিযোগ উঠল। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের পানপাড়া।
এক ব্যক্তিকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ব্যারাকপুরের পানপাড়া এলাকার ঘটনাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। রাতে রাস্তা থেকে উদ্ধার করা হয় অসুস্থ ওই ব্যক্তিকে। জানা যায়, করোনা আক্রান্ত সন্দেহে তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছেন প্রতিবেশী ও স্থানীয়দের একাংশ। পরে স্থানীয় বিধায়কের উদ্যোগে হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্য়ক্তিকে। অসুস্থ ব্যক্তির করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
ব্যারাকপুরে করোনা আক্রান্ত সন্দেহে বাড়িছাড়া করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2020 04:51 PM (IST)
ব্যারাকপুরের পানপাড়া এলাকার ঘটনাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -