লন্ডন: ভারতে প্রত্যর্পণ ঠেকাতে পারলেন না বিজয় মাল্য। তাঁর শেষ চেষ্টাও ব্যর্থ হল। ভারতে পাঠানোর বিরুদ্ধে তাঁর সর্বশেষ আবেদন খারিজ হল ব্রিটেনের হাইকোর্টে। তিনি ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন না।
দেউলিয়া হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্স বিমান সংস্থার জন্য নেওয়া লোন শোধ না করা সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের ব্যাপারে তাঁকে ভারতে প্রত্যর্পণের আদেশের বিরুদ্ধে গত মাসেই লন্ডন হাইকোর্টে মাল্যের আবেদন নাকচ হয়ে গিয়েছিল। তাঁকে ২০১৮-য় ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালত, যাতে সিলমোহর দেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব। তাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা মাল্যের আবেদন ২০ এপ্রিল খারিজ করে দেয় হাইকোর্ট, প্রত্যর্পণের আদেশ বহাল রাখে। তবে তারপরও উচ্চতর আদালতের দ্বারস্থ হতে অনুমতির আবেদন পেশ করার জন্য ১৪ দিন সময় পেয়েছিলেন তিনি। কিন্তু হাইকোর্টের যে রায়ে তাঁকে কিংফিশারের ভরাডুবির জেরে ওঠা জালিয়াতির অভিযোগের মুখোমুখি হতে ভারতে প্রত্যর্পণের আদেশ বহাল রাখা হয়, বৃহস্পতিবার তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর অনুমতি পাননি তিনি।
ফলে প্রত্যর্পণকে চ্যালেঞ্জ করার আর কোনও পথ খোলা নেই মাল্যের সামনে। এবার ভারত-ব্রিটেন প্রত্যর্পণ চুক্তি অনুসারে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেলের অফিস এবার মাল্যকে ২৮ দিনের মধ্যে ভারতে পাঠানোর আদালতের নির্দেশে আনুষ্ঠানিক সিলমোহর দিতে চলেছে বলে ধরে নেওয়া যায়।
শেষ চেষ্টা ব্যর্থ, ব্রিটিশ সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি পেলেন না বিজয় মাল্য, ভারতে প্রত্যর্পণের রাস্তা পরিষ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2020 05:52 PM (IST)
দেউলিয়া হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্স বিমান সংস্থার জন্য নেওয়া লোন শোধ না করা সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের ব্যাপারে তাঁকে ভারতে প্রত্যর্পণের আদেশের বিরুদ্ধে গত মাসেই লন্ডন হাইকোর্টে মাল্যের আবেদন নাকচ হয়ে গিয়েছিল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -