নয়াদিল্লি : ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ খেতাব জেতার শেষ ল্যাপে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা (Argentina)। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে রবিবার বিশ্বজয়ের লড়াই লিওনেল মেসিদের (Lionel Messi)। কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappé) বিরুদ্ধে এলএমটেনদের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে সকলে।


সোশাল মিডিয়া খুললে অবশ্য ধরা পড়ছে মেসি ও আর্জেন্তিনার পক্ষে সমর্থনের হাওয়া। এই অবস্থাতেই একাধিক মিমে ভরপুর নেট-জগৎ। একপক্ষের কথায়, বেশিরভাগ ভারতীয়র ব্যাঙ্কের পাশবুকই তো নীল-সাদা। তাই আর্জেন্তিনার পক্ষে বেশি সমর্থন তো থাকবেই। প্রসঙ্গত, ভারতীয় স্টেট ব্যাঙ্ক তথা এসবিআইয়ের পুরনো পাশবুকে ছিল নীল-সাদা রং। সেই ছবির সঙ্গে আর্জেন্তিনার পতাকার রঙের ছবি পাশে ,মিম হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায়।


এদিকে, পাশাপাশি ভাইরাল হয়েছে একাধিক অন্য মিমও। একটিতে দেখা যাচ্ছে, লিওনেল মেসির ছবির ওপরে শঙ্কর লিখে আলভারেজের সঙ্গে তাঁর ছবি দেওয়া হয়েছে। যেখানে নিচে দেওয়া হয়েছে এমবাপের ছবি। সঙ্গে লেখা, অপেক্ষায় বুনিপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের চরিত্রগুলোকে মিমের আকারে তুলে ধরে বিশ্বকাপের উত্তাপ মাপতে মুখিয়ে নেট নাগরিকরা।


০১৪ সালের জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল হজম করে আর্জেন্তিনার (Argentina football Team) বিশ্বজয়ের (FIFA WC 2022) স্বপ্নপূরণ হয়নি। তবে নিজের শেষ বিশ্বকাপে অধরা খেতাব জয়ের হাতছানি রয়েছে লিওনেল মেসির (Lionel Messi) সামনে। রবিবার, ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হচ্ছে লা আলবিসেলেস্তে। অথচ একসময় আর্জেন্তিনা কার্যত বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে বসেছিল। 


সেমিতে গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্তিনা। গোটা টুর্নামেন্ট জুড়েই লুকা মদ্রিচের ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার দুর্দান্ত ক্ষমতা ও জমাট রক্ষণে ভর করে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া। বিগত দুই ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে একাধিক শট রুখে দিয়ে রাতারাতি ক্রোয়শিয়ার জাতীয় নায়ক হয়ে যাওয়া লিভাকোভিচের বিরুদ্ধে গোল দেওয়াটা মোটেই সহজ ছিল না। তবে এই ম্যাচে চোখধাঁধানো ফুটবলে মদ্রিচদের কার্যত দাঁড়াতেই দেয়নি আর্জেন্তিনা। ৩-০ গোলে ম্যাচ জেতে লাতিন আমেরিকার দল। লিওনেল মেসি পেনাল্টি থেকে প্রথমে আর্জেন্তিনাকে এগিয়ে দেন। এরপর মেসির এক বিশ্বমানের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। তৃতীয় গোলটিও আর্জেন্তিনার নয় নম্বর জার্সিধারীর বুট থেকেই আসে।






আরও পড়ুন- জঙ্গলে বিপত্তি, বোল্ডারের মাঝে প্রায় দু-দিন আটকে ব্যক্তি, শেষমেশ উদ্ধার, বাঁচল প্রাণ