তেলেঙ্গানা: ৪৫ ঘণ্টা! অর্থাৎ প্রায় দু-দিন অন্ধকার গর্তে আটকে রইলেন এক ব্যক্তি। সন্ধেবেলা জঙ্গলে ঘুরতে গিয়েই যত বিপত্তি। অসাবধনতায় পড়ে গিয়ে বিশালাকার বোল্ডারের মাঝে আটকে যান তিনি। সূত্রে খবর, দীর্ঘ উদ্ধারকার্য চালিয়ে বৃহস্পতিবার অবশেষে ওই ব্যক্তিকে বের করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গালার কামারেড্ডি জেলায়। জানা গিয়েছে, কার্যত জেসিবি দিয়ে গুহা কেটে আটকে পড়া ব্যক্তিকে বাইরে সম্ভব হয়েছে। রেড্ডিপট গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম রাজু। ১৫ ফুট গভীর গর্তে আটকে যান তিনি।
ঘটনা প্রসঙ্গে এসডিপি সোমনাথন জানিয়েছেন, তিনটি বড় বড় বোল্ডারে তৈরি গর্তে প্রায় দু-দিন ধরে আটকে ছিলেন রাজু। কোনও কারণে গুহার ভিতরে ঢুকে আটকে যান ওই ব্যক্তি। এর পর গত রাতে পরিবার পুলিশকে জানালে উদ্ধার কার্য শুরু হয়। ব্যক্তির প্রাণ বাঁচাতে ক্রমাগত তাঁকে জল এবং খাবার পাঠানোর চেষ্টা চলছিল গুহার ভিতর। পাশাপাশি জেসিবি দিয়ে গুহা কাটারও কাজ শুরু হয়েছিল। দীর্ঘ সময়ে ধরে সিনিয়র আধিকারীকরা কাজ করছেন।
ঠিক কী হয়েছিল? পরিবার জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ সিঙ্গরায়াপল্লি জঙ্গলে হাঁটতে গিয়েছিলেন রাজু। পাথরের ওপর দিয়ে হাঁটতে গিয়েছেই আচমকা দুটি পাথরের মাঝের অংশে পড়ে যান তিনি। পরিস্থিতি এতটাই জটিল ছিল বেঁচে ফেরার কোনও আশাই ছিল না। প্রায় ২ দিন আটকে ছিলেন তিনি। এই সময়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন তাঁর পরিবারের লোকরাও। তবে তাঁরা ওই ব্যক্তিকে বের করে আনতে পারেননি। এরপরেই পুলিশকে খবর দেন রাজুপ পরিবারের লোকজন। শুরু হয় দ্বিতীয় দফার উদ্ধারকার্য।
ডিএসপি আরও জানিয়েছেন, “এদিন পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময়ে রাজুর মোবাইল ফোনটি হঠাৎই পড়ে যায়। এতের বিপত্তি। মোবাইল তুলতে গিয়ে দুটি বিশাল পাথরের মধ্যে আটকে যান রাজু। “বুধবার পরিবারের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারপরেই পুলিশ এসে ওআরএস এবং খাবার দেন রাজুকে।” দীর্ঘ চেষ্টার পর ওই বোল্ডার কাটতে পারা গিয়েছে।
আরও পড়ুন- আকাশছোঁয়া দাম! ভারতের সবচেয়ে দামি গাড়ি কার গ্যারাজে?