নয়াদিল্লি: আপনি কি সরীসৃপ ভালবাসেন? তাহলে এই ভাইরাল ভিডিওতে আপনার চোখ আটকাবেই। সম্প্রতি ট্যুইটারে এক ব্যক্তির সাপ ধরার ভিডিও প্রবলভাবে ভাইরাল হয়েছে। এক নেটিজেন তাঁর সোশ্যাল হ্যান্ডলে সাপ ধরার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন 'কখনও সাপকে তার লেজ দিয়ে বিচার করবেন না।'



সম্প্রতি জুড ডেভিড নামে এক ট্যুইটার ব্যবহারকারী তাঁর হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। যা নিমেষে ভাইরাল হয়ে যায়। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতর থেকে লাঠি দিয়ে টেনে একটা কোবরাকে বের করার চেষ্টা করছেন ওই ভদ্রলোক। সাপের লেজের দিক থেকে বের করার চেষ্টা করছিলেন তিনি। আচমকায় 'ইউ-টার্ন' করে সাপটি। লেজ ঘুরিয়ে ফণা উঁচিয়ে তেড়ে আসে ব্যক্তির দিকে। সেই দেখের ব্যক্তির ক্যাপশন, 'লেজ দিয়ে সাপের বিচার করা উচিত না।'


আরও পড়ুন: Viral Video: ভাড়াটের ঘরে ১টি পাইথন, অজস্র বিষাক্ত ট্যারান্টুলা! চক্ষু চড়কগাছ গৃহকর্তার


পোস্ট হতেই ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে ভিডিওটি। একজন নেটিজেন ভিডিওটি রিট্যুইট করে লিখেছেন, 'কীভাবে কোনও কোবরাকে বাঁচানো উচিত নয়। বিশেষত যখন সেটা কিং কোবরা।' বেশ কসরতের পর অবশেষে সাপটিকে উদ্ধার করতে পারেন ওই ব্যক্তি।


সম্প্রতি এক ভাড়াটের বাড়ির ছবিও ভাইরাল হয়। বহুদিনের ভাড়াটে হলে যা হয়। বিশ্বাস থাকেই যে নিজের বাড়ি মনে করে থাকবেন তিনি। কিন্তু সেই বিশ্বাসের যে এমন খেসারত দিতে হবে, তা স্বপ্নেও ভাবেননি বাড়ির মালিক। ভাড়াটে যখন ঘর ছেড়ে পগারপাড় তখন সেই ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ কর্তার। 


এ ঘর না ভয়ঙ্কর জঙ্গল? সেখানে রয়েছে ট্যারেন্টুলার মতো বিষাক্ত মাকড়সা থেকে পাইথন পর্যন্ত! শেষমেষ নিজে সামলাতে না পারে প্রাণী উদ্ধারকারী এক ব্যক্তিকে ডেকে বিষাক্ত জীবদের হস্তান্তর করেন মালিক। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। Drew Desjardins, যিনি বন্যপ্রাণীদের উদ্ধার করে থাকেন, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যা মুহূর্তে ভাইরাল হয়। সেখানে ড্রিউ জানান যে একটি বাড়ি থেকে তিনি ১৯টি ট্যারান্টুলা এবং একটি পাইথন উদ্ধার করেন। ট্যারান্টুলার ৪টি যদিও মৃত। অন্যদিকে পাইথনটিও দীর্ঘদিন জল খেতে না পেয়ে ছিল।