মলপ্পুরম: রাস্তা পাড় হচ্ছে মা-হাতি ও তার শাবক। গুটি গুটি পায়ে মায়ের সঙ্গে দিব্য রাস্তা পেরিয়ে গেল শাবকটি। এরপর রোড ডিভাইডার। মা তো অনায়াসে বাধা টপকে গেল। কিন্তু ছানা? শাবকটি অনেক চেষ্টা করেই পেরতে পারছিল না ডিভাইডার। কিন্তু তার চেষ্টার অন্ত নেই। প্রথমদিকে মা-হাতিও সম্ভবত অপেক্ষা করছিল, কখন নিজেই ডিভাইডার টপকায় শাবক। কিন্তু তারপর নিজেই শুঁড়ের হালকা ঠেলায় বাধা টপকাতে সাহায্য করল ছোট্ট ছানাকে।
কেরলের মলপ্পুরমের এই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন কয়েকজন সাইকেল আরোহী। অনীশ কাটা নামে এক যুবকের অ্যাকাউন্ট থেকে আপলোড করা এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি।





কিছুদিন আগে এই রাজ্যেই এক গর্ভবতী হাতির সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনা সারা দেশে নিন্দার ঝড় তুলেছিল। কিন্তু এবার সম্পূর্ণ বিপরীত ছবিই চোখে পড়ল।
হাতিগুলি পার হওয়ার জন্য, রাস্তায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করল অনেকগুলি গাড়ি। ছোট্ট হাতি যাতে ভয়ে গুটিয়ে না যায়, তার জন্য হোক না একটু দেরি!
এই ভাইরাল ভিডিওটি দেখে ট্যুইট করেছেন প্রাক্তন পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ। তিনি লেখেন, বন্যপ্রাণীদের কথা মাথায় রেখেই রাস্তা ও ডিভাইডার তৈরি করা দরকার। সেই সঙ্গে, যে সব গাড়ির চালকরা হাতিদের জন্য অপেক্ষা করেছিলেন, তাঁদেরও প্রশংসা করেন তিনি।