জয়পুর: স্বপ্ন না বাস্তব? না কি কোনও ফটোশপের কারসাজি এ? রাজস্থানের ছবি দেখলে এ প্রশ্ন উঠতে বাধ্য। বালির শহরে কি না বরফের চাদর! এমনটাও কি সম্ভব? প্রকৃতি অবশ্য জানান দিচ্ছে, সম্ভব। 

শুক্রবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তাঘাট ঢেকে গিয়েছে শিলার সাদা চাদরে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীন কাসওয়ান একটি ক্লিপ প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শিলায় ঢেকেছে গোটা এলাকা। 

শুধু তাই নয়, মরুরাজ্যে আবহাওয়ার অবস্থাও অত্যন্ত গুরুতর। প্রচন্ড ঝড়-বৃষ্টি হচ্ছে সেখানে। এই ভিডিওটি পোস্ট করে আইএফএস অফিসার বলেন, এই আবহাওয়া কৃষকদের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। জমিতে তাঁরা যে বিনিয়োগ করেছেন সেই সব টাকা মাটি হতে চলেছে। এটি গঙ্গানগর এলাকার ভিডিও'। 

আরেকটি পেজ থেকেও রাজস্থানে শিলাবৃত এলাকার ভিডিও। সেখানে এক কৃষক শিলা হাতে তুলে সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। শিলাবৃষ্টির ফলে চাষবাসের কতটা ক্ষতি হয়েছে সেই কথাই তুলে ধরেছেন তিনি। ভাগ্য যে অসহায়, তা বলেছেন তিনি বারংবার। 

আরও পড়ুন, পর্বতারোহীদের থেকে এভারেস্টের বরফে জমছে জীবাণু! বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ভাইরাসের আঁতুরঘর?

এর আগে বিরল আবহাওয়ার ঘটনার জেরে তেলেঙ্গানার ভিকারাবাদে ভারী শিলাবৃষ্টি হয়েছে। যার ফলে শহরটি বরফের সাদা চাদরে ঢেকে গেছে। বৃহস্পতিবার বিকেলে যে শিলাবৃষ্টি হয়েছিল তার ভিডিও এবং ছবি টুইট করেছেন স্থানীয়রা।

সেখানে লেখা হয়েছে, 'এটা সুইজারল্যান্ড না। তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার মারপালে শিলাবৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন কাশ্মীর। সাদা চাদরে ঢেকেছে রাস্তাঘাট'। 

অন্য একজন টুইটার ইউজার লিখেছেন, "এক মুহুর্তের জন্য, আমি এটিকে কাশ্মীর ভেবে ভুল করেছিলাম। কিন্তু এটি আসলে আমাদের ভিকারাবাদ'।