এক ট্যুইটার ইউজার ওই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'লখনউয়ে উবের চালক বিনোদজীর সঙ্গে দেখা হল। তিনি খুব ভালো গায়ক। ট্যাক্সিতে চড়ার পর আমি তাঁকে আমার জন্য গান গাইতে বললাম'।
ওই ইউজার অন্যান্যদের কাছে ওই চালককে বিখ্যাত করে তোলার আর্জিও জানিয়েছেন।
উবের ইন্ডিয়া এই ট্যুইটের জবাবে লিখেছে, 'মিস্টার বিনোদ পরিচিত ড্রাইভার-পার্টনার, যিনি তাঁর মিউজিক্যাল রাইডসের জন্য আমাদের পেজে ইতিবাচক উল্লেখ পেয়ে থাকেন। তাঁর এই আবেগপূর্ণ কন্ঠস্বর যে স্বীকৃতি পাচ্ছে এবং ইন্টারনেটে শেয়ার হচ্ছে, তা জেনে খুব খুশি আমরা'।
গত ১৪ সেপ্টেম্বর এই ভিডিও শেয়ার করা হয়েছিল। ৫৫ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই নয় হাজারের বেশি ভিউ হয়েছে। ইউজাররা তাঁর কন্ঠস্বরের প্রশংসা করেছেন। সিনেমায় এই গানটি গেয়েছিলেন কুমার শানু।
উল্লেখ্য, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে রানু মন্ডল রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন।