হাওড়া: কনটেনমেন্ট এলাকায় আক্রান্ত পুলিশ! পিছু ধাওয়া করে পুলিশকে এলোপাথাড়ি মার, ইট। ২টি গাড়িও  ভাঙচুর। টিকিয়াপাড়ায় বেলিলিয়াস রোডে এই ঘটনা ঘটেছে।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যে। যেখানে সেখানে দেখা গিয়েছে, পুলিশের উপর চড়াও হয়েছে শয়ে শয়ে উন্মত্ত জনতা। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
হাওড়ার একাধিক জায়গাকে আগেই কনটেমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছে সরকার। তারমধ্যে টিকিয়াপাড়ার এই বেলিলিয়াস রোডও রয়েছে। সূত্রের খবর, এর ফলে ওই এলাকায় টোটাল লকডাউন ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে সেখানে টহল দিতে যায় পুলিশ।

অভিযোগ, বিকেল পাঁচটা নাগাদ বেলিলিয়াস রোডে বিক্ষিপ্ত জমায়েত দেখতে পাওয়ায় তা হঠাতে যায় পুলিশ। এরপরই পুলিশের উপর চড়াও হয় উন্মত্ত জনতা।  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকে তাড়া করছে শয়ে শয়ে মানুষ।  একজন পুলিশকর্মীকে তো ধরে নিয়ে যেতেও দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। ভাঙা হয়েছে পুলিশের গাড়িও।
এই ঘটনার কড়া নিন্দা করেছে সব তৃণমূল। বনমন্ত্রী ও ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, নিন্দা করছি, ব্যবস্থা নিতে বলেছি।
ঘটনার নিন্দা করে ঘুরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিজেপি। পুলিশের ওপর এ ধরণের হামলার নিন্দায় সরব প্রাক্তন পুলিশ কর্তারাও। ঘটনার পর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ।
এদিকে, বেহালাতেও আক্রান্ত পুলিশ। লকডাউন না মেনে রাস্তায় নামাকে বাধা দেওয়ায় পুলিশকে মারধরের অভিযোগ। ঘটনাস্থল বেহালার পর্ণশ্রীর ব্রহ্মসমাজ রোড। বাইক আটকে জিজ্ঞাসাবাদ করার সময় ‘হামলা’ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক গ্রেফতার। বাজেয়াপ্ত করা হয় বাইক।