ইউএফও-র এই ভিডিওটির বিশেষত্ব হল, এটি সরকারিভাবে প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। আগে এমনিতেই এটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল কিন্তু তা পেন্টাগন স্বীকৃতি দেয়নি। ২৭ তারিখ পেন্টাগন বলেছে, এটির প্রকাশকে স্বীকৃতি দিচ্ছে তারা। নেভি পাইলটরা কীসের ছবি তুলেছেন, তা বোঝা যাচ্ছে না বলে তারা জানিয়েছে।
মার্কিন প্রশাসন বলেছে, এই ভিডিও ফুটেজ আসল কিনা তা নিয়ে যাতে মানুষের মধ্যে কোনও ভুল ধারণা না গড়ে ওঠে, তাই এটি স্বীকৃতি দেওয়া হল। এর ফলে এই মহাবিশ্বে মানুষ ছাড়া অন্য কোনও সভ্য প্রাণীর অস্তিত্ব নিয়ে ফের বিতর্ক শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
এবার দেখুন সেই ভিডিওটি