নয়াদিল্লি: সরকারি চাকরি (Government Job) পাওয়ার জন্য মানুষ কি না করে। এমনকী নানা অনৈতিক পথও অবলম্বন করে থাকে অনেকেই। এমনই এক ভিডিও ভাইরাল (Viral Video) হল সোশাল মিডিয়ায় (Social Media)। উত্তর প্রদেশের (Uttarpradesh) পুলিলে সাব ইন্সপেক্টর (Sub Inspector) পদে চাকরির পরীক্ষায় নকল করার পদ্ধতি দেখে অবাক নেটিজেনরা। জানা গিয়েছে মেটাল ডিটেক্টরের (Metal Detector) টেস্টে পুলিশ বুঝতে পারে পরীক্ষার্থী কোনও যন্ত্র নিয়ে এসেছে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায় সত্যি। আর এরপরই খোদ পুলিশ কর্তা ওই ভিডিও ট্যুইট করেন।


ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে পরীক্ষা করা হচ্ছে। মেটাল ডিটেক্টরের টেস্ট করা হয় পুলিশের তরফে। ওই ব্যক্তিকে বসিয়ে পরচুলা খোলা হয়। তাতে দেখা যায় ইয়ারফোন রয়েছে। জানা গিয়েছে, ওই ইয়ারফোনের সাহায্যেই নকল করছিল সে। যা দেখে হতবাক খোদ পুলিশকর্মীরা। আইপিএস অফিসার রুপিন শর্মা ট্যুইটারে শেয়ার করেছেন এই ভিডিও। একইসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের এই ভূমিকায় প্রশংসাও করেছেন তিনি। 





 এই ভিডিওতে দেখা যাচ্ছে যে নকল করতে গিয়ে ধরা পড়া ওই ব্যক্তির মাথার চুলের উপর পর চুলা লাগিয়েছেন। এই পর চুলা  ভিতর থেকে একটি ইয়ারফোন সংযোগ দেওয়া করা হয়। কীভাবে কাজ করে এই ইয়ার ফোন? জানা গিয়েছে, এই ইয়ার ফোনের মাধ্যমে অনেক দূরে থাকা কোনও মানুষের কাছ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর জানতে পারা যাবে। এই ইয়ারফোনগুলো এতই ছোট যে একেবারে কানের ভেতরে ছিল। স্বাভাবিক অবস্থায় দেখে বোঝা সম্ভব নয় আদৌ ইয়ারফোন রয়েছে কি না। সন্দেহ হওয়ায় প্রথমে খতিয়ে দেখে পুলিশ। এরপরই পুলিশ মেটাল ডিটেক্টরের সাহায্যে অভিযুক্তকে কাণ্ড ফাঁস হয়।


আরও পড়ুন: Omicron Outbreak: বড়দিন থেকে বছর শেষের উদযাপন কীভাবে? গাইডলাইন জারি একাধিক রাজ্যের