নয়াদিল্লি: বেতনের পরিবর্তিত কাঠামো নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই। সেই নিয়ে এবার সঙ্কটের মুখে TATA (TATA Group) মালিকানাধীন Vistara বিমান পরিবহণ সংস্থা। সঙ্ঘবদ্ধ হয়ে কর্মীরা অসুস্থতার দোহাই দিয়ে ছুটি নিচ্ছেন বলে অভিযোগ। পাইলট থেকে বিমান কর্মী, প্রতিদিনই বহু কর্মী কাজে আসছেন না, তার জেরে রোজ গুচ্ছের বিমান বাতিল হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করল। (Vistara Crisis)
মঙ্গলবার সকালেই নতুন করে কমপক্ষে ৩৮টি বিমান বাতিল করেছে Vistara. মুম্বই থেকে ১৫টি, দিল্লি থেকে ১২টি এবং বেঙ্গালুরু থেকে ১১টি বিমান বাতিল হয়েছে। পাইলট না থাকায় বিমান বাতিল করতে হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সোমবারও ৫০টি বিমান বাতিল হয়, সময়সূচির পরিবর্তন হয় ১৬০টি বিমানের। বেশ কয়েক ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয় যাত্রীদের।
এমন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে বিষয়টিতে হস্তক্ষেপ করা হল। বেসমারিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ নিয়ে Vistara-র কাছে রিপোর্ট চেয়েছেন। কেন এত বিমান বাতিল করতে হচ্ছে, এত টাকা দিয়ে টিকিট কিনেও কেন হেনস্থা হতে হচ্ছে যাত্রীদের, তার কারণ জানতে চাওয়ার পাশাপাশি, সমস্যা সমাধানে বিমান সংস্থার তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সেই সংক্রান্ত বিশদ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জ্যোতিরাদিত্য।
আরও পড়ুন: Petrol Price: দেশের ৫ শহরে পেট্রোলের দাম ১০০-র নিচে, কোথায় সস্তা হল জ্বালানি তেলের দাম ?
এর আগে, সোমবার Vistara-র তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, যথেষ্ট সংখ্যক বিমানকর্মী না থাকায় গত কয়েক দিন ধরে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বাতিল করতে হচ্ছে একের পর এক বিমান। যাত্রীদের দুর্ভোগ কমাতে সংস্থার তরফে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়। তবে যত ক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে, বিমানের সংখ্যা কমাতে হচ্ছে বলেও জানায় তারা।
কিন্তু হঠাৎ এই সমস্যা দেখা দেয়নি, দীর্ঘ দিন ধরেই বিমানকর্মীদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল বলে জানা গিয়েছে। সংস্থার একটি সূত্র জানিয়েছে, Air India এবং Vistara-র একত্রীকরণের জেরে Vistara-র কর্মীদের বেতনের পরিকাঠামো পাল্টে গিয়েছে। বেতন এবং প্রাপ্য সুযোগ-সুবিধা কমে গিয়েছে, বেড়ে গিয়েছে কার্যকালের সময়। ফলে কম বাড়তি সময় কাজ করতে রাজি হচ্ছেন না পাইলট এবং বিমানকর্মীরা। প্রতিবাদ জানাতে তাই একজোট হয়ে অসুস্থতার দোহাই দিয়ে ছুটি নিচ্ছেন তাঁরা, যে কারণে পরিষেবা দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে Vistara-কে।