মুম্বই: বহুজাতিক সংস্থা গুগল ভোডাফোনে বিনিয়োগ করতে চায়। এক সংবাদপত্রে আজ এই খবর বার হতেই প্রায় ৩৫% বেড়ে গিয়েছে ভোডাফোন-আইডিয়া শেয়ারের দাম।  বম্বে স্টক এক্সচেঞ্জে ৭.৮৫ টাকা শেয়ারের দাম বেড়েছে, অর্থাৎ ৩৪.৮৭ শতাংশ।


এক সংবাদপত্র দাবি করেছে, গুগল ভোডাফোন আইডিয়ার ৫ শতাংশ শেয়ার কিনতে চায়। এ জন্য তারা বিনিয়োগ করবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। গুগলের পেরেন্ট সংস্থা আলফাবেট নাসডাক তালিকাভুক্ত, মার্কেট ক্যাপ ৯৬৮.০৫ বিলিয়ন ডলার। অ্যাঞ্জেল ব্রোকিংয়ের মুখ্য উপদেষ্টা অমর দেও সিংহ বলেছেন, গুগলের ভোডাফোন আইডিয়ার শেয়ার কিনতে যাওয়ার অর্থ, ভারতীয় টেলিকম ও অনলাইন মার্কেটে প্রচুর ব্যস্ততা বাড়বে, যা সব সময় স্বাগত। এর ফলে গ্রাহকরা বেশি সুযোগসুবিধে পাবেন, আর এ ক্ষেত্রে প্রতিযোগিতা অত্য়ন্ত জরুরি কারণ করোনা পরবর্তী জগতে ডিজিটাল স্পেস বিরাট গুরুত্বপূর্ণ জায়গা রাখে। আগামী বছরগুলিতে এই ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হবে।

খবরে প্রকাশ, আলফাবেটের ইচ্ছে ছিল, রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মের শেয়ার কেনার কিন্তু ফেসবুকের কাছে হেরে যায় তারা। এবার তারা যদি ভোডাফোন আইডিয়ার শেয়ার কেনে, তবে লড়াই মূলত দাঁড়াবে গুগল ও ফেসবুকের মধ্যে এবং দ্রুত বাজার দখল করতে থাকা জিওর সঙ্গে। তবে গুগল এ দেশে একাধিক বিনিয়োগে আগ্রহী। ভারতীয় টেলিকমে এখন প্রধানত দুই খেলোয়াড়- রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। ভোডাফোন আইডিয়া কিছুটা পিছিয়ে, তারা পুনরুজ্জীবনের পথ খুঁজছে। টেলিকমিউনিকেশন বিভাগকে তাদের ৫৮,০০০ কোটি টাকা দিতে হবে। সংস্থার নিজস্ব হিসেবনিকেশ জানাচ্ছে, বাকি অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ এখনও ২১,৫৩৩ কোটি টাকা, যার মধ্যে তারা মার্চের মাঝামাঝি মিটিয়েছে ৬,৫০০ কোটি টাকা।

গত মাসে ফেসবুক জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে ৫.৭ বিলিয়ন ডলারের বিনিময়ে।