ট্যুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে তিনি রাজিন্দর নগর কেন্দ্র থেকেই কথা বলছেন বলে জানিয়েছেন ডেরেক। লিখেছেন, শিক্ষা, জল, বিদ্যুত্, স্বাস্থ্য, দূষণ-সব ক্ষেত্রেই প্রতিশ্রুতি পূরণ করেছে আপ। এখানকার প্রার্থী রাঘব চাড্ডার মতো একজন উজ্জ্বল, উত্সাহী যুবক। ও এখানকার ছেলে, এখানেই বড় হয়েছে। দিল্লিতে যতগুলো উজ্জ্বল মনের মানুষের সঙ্গে দেখা হয়েছে, তাঁদেরই একজন ও। রাঘবকে সমর্থন করুন। অরবিন্দ কেজরিবাল, বাকি আপ প্রার্থীদের ভোট দিন। আপ দিল্লিতে খুব, খুব ভাল ফল করুক।
রাজিন্দর নগরে বিজেপি প্রার্থী করছে প্রাক্তন বিধায়ক আর পি সিংহকে। আপ তাদের বর্তমান বিধায়ক বিজেন্দ্র গর্গ বিজয়কে সরিয়ে বদলি হিসাবে এনেছে রাঘবকে। তিনি আপের জাতীয় মুখপাত্র। কংগ্রেস টিকিট দিয়েছে দলের ছাত্রনেতা রকি তুসিদকে।
এর আগে ২০১৮-য় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজলের বাসভবনে কেজরিবালের প্রতিবাদ –বিক্ষোভের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থন জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখাও করেছিলেন।
গত বছর কেজরিবালও কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় হাজির হয়েছিলেন। সারদা মামলায় কলকাতার তত্কালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে তাঁর সঙ্গে কথার বলার জন্য সিবিআইয়ের একদল অফিসারকে ঢুকতে দিতে পুলিশকর্মীদের বাধা দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা, টানটান নাটকের পর মমতা ধরনায় বসেন।
দিল্লিতে ভোটগ্রহণ ৮ ফেব্রুয়ারি, গণনা ১১ তারিখ। এবার আপের লক্ষ্য, গত বছরের কেজরিবাল সরকারের কাজকর্ম, নির্বাচন মাথায় রেখে ঘোষিত বেশ কিছু কর্মসূচির জোরে মসনদে ফেরা। দিল্লিতে মহিলাদের বিনা মূল্যে বাস পরিষেবা, ২০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুত ও জল খরচের বিল হ্রাসের মতো পদক্ষেপ করেছেন কেজরিবাল। ২০১৫-র বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্য়ে ৬৭টিতে জিতে নিরঙ্কুশ আধিপত্য অর্জন করে তারা। বাকি তিনটি পায় বিজেপি। এবার সেই রেকর্ড ছাপিয়ে যেতে চায় আপ।