নয়াদিল্লি: ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্য ঘিরে বিতর্ক। জামতাড়ার সাংসদ বলেছেন, অপরাধীই হোক বা প্রতিবন্ধী, বিজেপি যাঁকেই প্রার্থী করবে তাঁকেই সমর্থন ও ভোট দেওয়া উচিত। কারণ, সবার বিজেপি সভাপতি অমিত শাহ ও তাঁর সিদ্ধান্তে আস্থা রাখা উচিত।
ঝাড়খণ্ডে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে নিশিকান্ত বলেন, ‘আমি আপনাদের বলছি যে, বিজেপি যাঁকেই প্রার্থী করুক, সে তিনি প্রতিবন্ধী, ডাকাত বা অপরাধী দলেও আমাদের অবশ্যই তাঁকে সমর্থন করা উচিত। দলের সভাপতি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সিদ্ধান্তে আস্থা রাখতে হবে’।
নিশিকান্ত বলেছেন, ‘সব সময় মনে রাখতে হবে যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর বাছাই সঠিক ও ভালো। কারণ, বিজেপি দুর্নীতিগ্রস্ত দল নয়। কেন্দ্রে বা রাজ্যে আমরা কাউকে দুর্নীতি করার সুযোগ দিইনি’।
বিজেপি সাংসদ আরও বলেন, ‘আমরা পি চিদম্বরমের মতো ব্যক্তিকেও জেলে পাঠিয়েছি। এমন হতে পারে যে, ২-৩ দিন পরে শুনলেন যে, আমরা সনিয়া গাঁধীর জামাতা রবার্ট ভদ্রকেও জেলে পাঠিয়েছি’।
ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে কর্মীদের সঙ্গে বৈঠকে  এ কথা বলেন নিশিকান্ত।