বেঙ্গালুরু: নরেন্দ্র মোদির কর্ণাটক সফর নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করল বিরোধী কংগ্রেস ও জেডিএস। মোদির উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।
শুক্রবার, দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সিদ্দারামাইয়া বলেন, গত নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, বিজেপি যদি কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে উন্নয়ন হবেই। কিন্তু, কিছুই হয়নি। বন্যাত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রীদের উচিত ছিল মোদির সঙ্গে কথা বলা। এই কারণেই, আমি বিএস ইয়েদুরাপ্পাকে দুর্বল মুখ্যমন্ত্রী বলে থাকি।
বন্যা-দুর্গত কর্ণাটককে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন সিদ্দারামাইয়া। বলেন, কেন্দ্র শুধু ক্ষতির হিসেব করে জানিয়েছে তা ৩,৮০০ কোটি টাকা। কিন্তু, মোদির উচিত নির্বাচনী প্রচারে করা প্রতিশ্রুতি পালন করা।
সম্প্রতি, কর্ণাটক উপনির্বাচনে কংগ্রেসেরে পরাজয়ের পর বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া। এদিন একাধিক ইস্যুতে মোদির উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়ে দেন তিনি। বলেন, মোদি সরকারের আমলে দেশের জিডিপি কমে গিয়েছে। পাশাপাশি, একাধিক ট্যুইটের মাধ্যমেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সিদ্দারামাইয়া। আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ জি কুমারস্বামীও এদিন মোদিকে সমান আক্রমণ করেন। দুজনই প্রধানমন্ত্রীর থেকে উত্তর দাবি করেন।
বর্তমানে, দুদিনের সফরে কর্ণাটকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি কৃষি কর্ম পুরস্কার প্রদান করেন।
কর্ণাটকের বন্যাকে 'উপেক্ষা' করায় মোদি, ইয়েদুরাপ্পাকে আক্রমণ সিদ্দারামাইয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jan 2020 06:55 PM (IST)
কর্ণাটক উপনির্বাচনে কংগ্রেসেরে পরাজয়ের পর বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -