নয়াদিল্লি: প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে ট্যুইট করলেন, আমাদের দেশের উন্নয়নের যাত্রাপথে উনি এমন এক ছাপ রেখে গেলেন, যা কখনও মুছে ফেলা যাবে না। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির অভিভাবকসুলভ ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ২০১৪য় দিল্লিতে আমি ছিলাম একেবারে নতুন। এটা আমার সৌভাগ্য যে, প্রথম দিন থেকেই ওনার পরামর্শ, সমর্থন, দিকনির্দেশ, আশীর্বাদ পেয়েছি। ওনার সঙ্গে আমার আদানপ্রদানের সুখস্মৃতি সর্বদা স্মরণ করব।

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, কয়েক দশকব্য়াপী বিস্তৃত রাজনৈতিক কেরিয়ারে উনি দেশের মুখ্য অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ মন্ত্রকে দীর্ঘস্থায়ী অবদান রেখেছেন। একজন অসাধারণ সাংসদ, যিনি সবসময় দারুণ প্রস্তুতি নিয়ে চলতেন, রসবোধ ছিল দারুণ আবার নিজের মতামত স্পষ্ট প্রকাশ করতেন। দেশের রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি ভবনকে সাধারণ নাগরিকদের আরও কাছে, নাগালের মধ্যে এনে দিয়েছিলেন। রাষ্ট্রপতি ভবনকে জ্ঞান, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যচর্চার কেন্দ্রে পরিণত করেছিলেন। গুরুত্বপূর্ণ সব ব্যাপারে ওনার বিচক্ষণ মতামত কখনও ভুলতে পারব না।