ট্রেন্ডিং





দেখ, ভারত কেমন সিরিজ জিতল, ভনকে ট্রোল জাফরের
ভনের কথা ভুল প্রমাণ হওয়ার পর শুধু ভারতের সমর্থকরাই নন, ভনকে পালটা দিলেন ওয়াসিম জাফর।

কলকাতা: ভারত টি-২০ জেতার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেট প্লেয়ার ওয়াসিম জাফরের ট্রেলের মুখে পড়লেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সব রকম ফর্ম্যাটের ক্রিকেটেই ভারত সিরিজ হারবে অস্ট্রেলিয়া সফরে, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভন। ওয়ান ডে সিরিজে ভারতের হারের হয়। ফলে কাকতালীয়ভাবে মিলে যায় ভনের কথা। তবে পরবর্তী টি-২০ সিরিজেই ভনকে বিলকুল ভুল প্রমাণিত করল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জিতে যায় ভারত। প্রমাণ হয়ে যায়, যে একবার মিলে গেলেও বার বার মিলবে না ভনের কথা। তার প্রেক্ষিতেই জাফরের ট্রোল।
ভনের কথা ভুল প্রমাণ হওয়ার পর শুধু ভারতের সমর্থকরাই নন, ভনকে পালটা দিলেন ওয়াসিম জাফর। টুইটারে মিম পোস্ট করে প্রাক্তন ব্রিটিশ অধিনায়ককে ট্রোল করলেন তিনি। অনুরাগ কাশ্যপের গ্যাংস্টার মুভি 'গ্যাংস অফ ওয়াসিপুর' এর একটি ছবি পোস্ট করে ভনকে জাফর কটাক্ষ করে বললেন, ‘দেখ, ভারত কেমন সিরিজ জিতল।’ জাফর সম্প্রতি বিভিন্ন ঘটনা অনুযায়ী এমনই সব অনবদ্য মিম পোস্ট করে নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা কুড়িয়েছেন।
সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে চলাকালীন ভন টুইট করেন, ‘আগে থেকেই বলছি, আমার ধারণা অস্ট্রেলিয়া এই সফরে ভারতকে সব ফর্ম্যাটেই দাপটের সঙ্গে পরাজিত করবে।’ তাতে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকই। কিন্তু ওই সিরিজটি ভারত হেরে যাওয়ায় সকলে চুপ থাকতে বাধ্য হন। কিন্তু টি-২০ তে অন্য রকম ফল হওয়ার পরই ঝাঁপিয়ে পড়েন টিম-ইন্ডিয়ার সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্যে বিদ্ধ হতে থাকেন ভন।