বেইরুট: তার ২ দিন আগে বেইরুটে বিস্ফোরণ হয়েছে। আকাশে পাক দিয়ে উঠেছে ধোঁয়ার কুণ্ডলী, গলগলিয়ে বেরিয়ে এসেছে লাল আগুনের শিখা। বিস্ফোরণে ছিন্নভিন্ন শহরে একটি আহত পায়রাকে যত্ন করে জল খাওয়াচ্ছেন একজন। বোতলের ছিপি দিয়ে।
ভিডিওটি তুলেছেন এক মার্কিন সংবাদপত্রের মধ্য প্রাচ্য করেসপন্ডেন্ট ভিভিয়ান ই। বিস্ফোরণে আহত হন তিনিও। তার মধ্যেই পাড়ায় দেখতে বেরিয়েছিলেন কে কেমন আছেন। তখনই দেখতে পান আবদেল সালাম নামে এক সিরীয়কে, এক চক্ষু একটি পায়রাকে বোতলের ছিপি করে জল খাওয়াচ্ছেন।
দেখুন সেই ভিডিও
অনেকের মনে পড়েছে, গত বছর হংকংয়ে আন্দোলন চলাকালীন পুলিশের কাঁদানে গ্যাসে আহত একটি পায়রার শুশ্রূষা করছিলেন কয়েকজন। এ ধরনের কাজই মানবতার প্রতি বিশ্বাস বজায় রাখে, একজন লিখেছেন।
ভিভিয়ান ই লিখেছেন, বিস্ফোরণের আগে থেকেই মারাত্মক ক্ষতিগ্রস্ত ছিল লেবাননের অর্থনীতি। আর এই বিস্ফোরণের পর কীভাবে লেবাননবাসী এই ধাক্কা সামলে উঠবেন, তা কেউ বুঝতে পারছেন না। বেইরুটের ওই বিস্ফোরণে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহারা হয়েছেন ৩ লাখের বেশি লেবানীজ।