এই ভিডিওটি আপলোড করা হয় পুলিশের তরফেই। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। সাড়ে ৪ লাখের উপর মানুষ ভিডিওটি দেখেছেন। মজার মজার কমেন্টও করেছেন অনেকে। পুলিশ অবশ্য এই ব্যক্তিকে ছেড়ে কথা বলেনি। পুলিশের বকুনি খেয়ে পরে সোশ্যাল মিডিয়ায় অন্য নাগরিকদের বাড়িতে থাকারই পরামর্শ দেন সেই নিয়মভঙ্গকারী। লকডাউন ফাঁকি দিয়ে ডাইনোসর সেজে রাস্তায় নামলেন এই ব্যক্তি, তারপর...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2020 12:51 PM (IST)
কেউ কেউ অনবরত সুযোগ খোঁজে বাইরে বেরোবার। কিন্তু রাস্তায় আছে পুলিশ প্রহরা। কী করা যায়? দক্ষিণ-পশ্চিম স্পেনের এক শহরে রাস্তায় হঠাৎ দেখা গেল বড়সড় এক ডাইনোসরকে।
করোনা আতঙ্কে বিশ্বের নানা জায়গায় চলছে লকডাউন। স্পেনের বিভিন্ন শহরে ২ সপ্তাহ ব্যাপী লক ডাউন চলছে। কিন্তু মানুষকে বাগে আনা কি অতই সহজ? কেউ কেউ অনবরত সুযোগ খোঁজে বাইরে বেরোবার। কিন্তু রাস্তায় আছে পুলিশ প্রহরা। কী করা যায়? দক্ষিণ-পশ্চিম স্পেনের এক শহরে রাস্তায় হঠাৎ দেখা গেল বড়সড় এক ডাইনোসরকে। এক ব্যক্তিই আসলে ডাইনোর সাজে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। এই অদ্ভুত ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওয় দেখা গেছে, এক ব্যক্তি ডাইনোসরের সাজে রাস্তায় নেমে পড়েছেন। রাস্তা পার হচ্ছে খোশ মেজাজে। হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় পুলিশ ভ্যান। তারপর?