এ মাসের ২৪ তারিখ মুক্তি পাবে পাঙ্গা। মুক্তি পেল পাঙ্গা-র টাইটল সং, তুলে ধরল ৩২ বছরে কবাডি কোর্টে কঙ্গনার ফিরে আসা
ABP Ananda, Web Desk | 07 Jan 2020 10:24 PM (IST)
ছবির বিষয়, নিজের স্বপ্ন সত্যি করতে প্রত্যেক মায়ের উচিত দ্বিতীয়বার সুযোগ পাওয়া।
মুম্বই: দীর্ঘদিন ছেড়ে দিয়েছেন খেলাধুলো। বিয়ে করেছেন, মা হয়েছেন, চাকরি টাকরি সামলে ঘোর সংসারী। তবু কবাডির কোর্ট এখনও টানে তাঁকে। ৩২ বছর বয়সেও কি আন্তর্জাতিক পর্যায়ে খেলায় ফেরা যায়? এরই জবাব খুঁজেছে কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি পাঙ্গা। আজ মুক্তি পেয়েছে ছবির টাইটল সং। ছবির বিষয়, নিজের স্বপ্ন সত্যি করতে প্রত্যেক মায়ের উচিত দ্বিতীয়বার সুযোগ পাওয়া। কঙ্গনার এই নয়া ছবির গান সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে।