কেরালা: ওয়েনাডজুড়ে স্বজন হারানোর যন্ত্রণা। দিকে দিকে হাহাকার। ভেসে গিয়েছে ঘরবাড়ি। জলের তোড়ে ভেসে গিয়েছে শেষ সম্বলটুকুও। পরিবার পরিজন হারিয়ে কার্যত একা হয়ে গিয়েছেন বহু মানুষ। এখনও প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছে প্রশাসন। এবার ওয়েনাডে প্রাণের সাড়ার সম্ভাবনা দিচ্ছে থার্মাল রাডার।
প্রাণের সাড়ার সম্ভাবনা?
সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, মুন্ডাক্কাইয়ে মাটির নিচে প্রাণের সন্ধান রয়েছে বলে সিগন্যাস দিচ্ছে থার্মাল রাডার। সংশ্লিষ্ট জায়গায় দুটি বাড়ি ছিল। এখনও পর্যন্ত নির্দিষ্ট জায়গার তিন জন নিখোঁজ রয়েছেন। ওই এলাকার বাসিন্দা এক শ্রমিক জানান, "আমার মা, দাদা এবং তার পরিবার সবাইকে হারিয়েছি। রাডারের সিগন্যাল দেখে এখন কিছুটা আশা করছি। আশা করি আমার মাকে পাওয়া গিয়েছে। আমার মা আমার সব কিছু। রাডার যে সিগন্যাল দেখাচ্ছে তাতে আশা করছি আমার মাকে চিহ্নিত করছে।
যে সংস্থা এই রাডার নিয়ে কাজ করছে, তাদের দাবি, রাডারে সিগন্যাল নির্ভুল এবং স্পষ্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 'থার্মাল রাডারের কিছু নিয়মবিধি আছে। সংকেত সাধারণত সঠিক হয়। অভিজ্ঞতা থেকে বলছি ৩ মিটার নিচে প্রাণের খোঁজ দিতে পারে।' সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে ওই চত্বর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু থার্মাল রাডারের ব্যাটারি শেষ হয়ে যায়। আপাতত চার্জ দেওয়া হচ্ছে। পরে আবার একইভাবে পরীক্ষা করা হবে।
ধস-বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৩০০ ছাড়িয়ে গিয়েছে। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। যেন পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চুড়ালমালা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। মাটির নীচে কোথায় কোথায় মানুষ চাপা পড়ে রয়েছে তা চিহ্নিত করতে দিল্লি থেকে ড্রোন-নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার আনানো হচ্ছে। উদ্ধারকাজে ৬টি স্নিফারডগ আগে থেকেই রয়েছে। তামিলনাড়ু থেকে আরও ৪টি স্নিফার ডগ নিয়ে আসা হচ্ছে। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। চুড়ালমালা গ্রামে পাঠানো হয়েছে ২৫টির বেশি অ্যাম্বুল্যান্স।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: West Burdwan: দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান