আবীর দত্ত, আসানসোল: বারাবনির আন্দিহায় ২৮৩/২৪৩ নম্বর বুথে একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার বড় অভিযোগ উঠল উপনির্বাচনে। যদিও ক্যামেরার সামনে এই অভিযোগ অস্বীকার করেন ব্যক্তি।


ঠিক কী ঘটেছে? 


দেখা যায়, এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হচ্ছে। ভোটার চেষ্টা করার ফাঁকেই ইভিএমের দিকে বাঁ হাত বাড়িয়ে দিতে দেখা যায় দ্বিতীয় ব্যক্তিকে। ক্যামেরার সামনে অবশ্য অন্যের হয়ে ভোট দেওয়ার কথা অস্বীকার করেন দ্বিতীয় ব্যক্তি। ঘটনার কথা স্বীকার করেননি প্রিসাইডিং অফিসারও। বারাবনিতে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।                                    


আরও পড়ুন, ভোট শুরুর আগেই বুথে বুথে উত্তেজনা, উঠছে 'রিগিং'-এর অভিযোগ


অভিযুক্ত ব্যক্তি কী বলেছেন? 


যিনি এই কাজ করেন এবিপি আনন্দের তরফে তাঁকে প্রশ্ন করতেই তিনি বলেন, "আপনারা ভুল দেখছেন আমি এই কাজ করিনি। এখানে তো সিসি ক্যামেরা লাগানো আছে। আমি কি মূর্খ যে এই কাজ করব। এটা কত নম্বর বুথ আমি ঠিক বলতে পারব না।" যার ভোট দিতে দেখা গিয়েছে তাঁর হয়েই ওই ব্যক্তিকে বলতে শোনা যায় যে, "উনি ভাল করে দাঁড়াতেই পারছেন না। ওঁর হাঁপানি রয়েছে। দেখে তো বুঝতেই পারছেন।"       


আজ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। দুটি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। আসানসোলে ১২১ ও বালিগঞ্জে ১৭, সব মিলিয়ে দুটি কেন্দ্রে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই হচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।