ব্যারাকপুর: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে তলব করল সিআইডি। জালিয়াতি, প্রতারণার অভিযোগে অর্জুন সিংহকে নোটিস দেওয়া হয়েছে সিআইডির তরফে। ২৫ মে সকাল ১১টায় ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংহ-র বিরুদ্ধে। সাড়ে ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগেই আজ অর্জুন সিংহকে তলব করা হয়েছে। যদিও এ ব্যাপারে এখনও অর্জুন সিংহের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বৃহস্পতিবার সন্ধেয় রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা জগদ্দল মেঘনা মোড়ের মজদুর ভবনে অর্জুন সিংয়ের বাড়ি পৌঁছে যান। তবে সেই সময়ে অর্জুন সিং বাড়িতে ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করে সিআইডি-র তদন্তকারী দল। এরপর তাঁর বাড়িতেই নোটিস দিয়ে লাগিয়ে যায় সিআইডি। দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ব্যারাকপুরের BJP সাংসদকে ডাকা হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, আর্থিক দুর্নীতির মামলায় নোটিস দেওয়া হয়েছে অর্জুন সিংহ-র ভাইপোকেও। তাঁকেও ১৫ তারিখ ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছে।
বছর তিনেক আগে অবৈধভাবে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ব্যাঙ্কের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়। এরপর জানা যায়, ২০১৮র অক্টোবরে দু-দফায় কাগজে কলমে সবমিলিয়ে ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে। কিন্তু সেই টাকা যায় অন্য অ্যাকাউন্টে। এই দুর্নীতিতে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন সিইও চন্দ্রনাথ ভট্টাচার্যেরও। ঘটনায় এক আধিকারিক-সহ ওই ঠিকাদারকেও গ্রেফতার করা হয়।
এই ঘটনাতেই নাম জড়িয়ে ছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর বিরুদ্ধে ১৩ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ ওঠে। আর এই টাকা ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের। এই ঘটনায় তল্লাশিও চালানো হয় সাংসদের বাড়িতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অর্জুন সিংহ।
ঘটনায় ওয়াকিবহাল মহল বলছে নারদকাণ্ডে ফিরহাদদের গ্রেফতারির পাল্টা চাপ হিসেবেই এই পদক্ষেপ তৃণমূলের। যদিও এই বিষয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি।