কলকাতা : রাজ্যে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা গ্রাফ। অল্প অল্প করে ঊর্ধ্বমুখী হয়ে ফের সাতশোর গণ্ডি টপকে গেল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭২৬ জন। এই সময়পর্বে রাজ্যে মৃত্যু ৯ জনের। গতকালের রিপোর্টে জানা গিয়েছিল ৬৯০ জন নতুন করে সংক্রমিত হয়েছিলেন। গত কয়েকদিনের মতোই রাজ্যে করোনার জেরে সবথেকে বেশি প্রভাবিত কলকাতা।


বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার ও সোমবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে ১৭৯ ও ১৯৮ জন। মঙ্গলবারের করোনা বুলেটিন জানাচ্ছে, কলকাতার পরেই সংক্রমণের নিরীখে রয়েছে উত্তর ২৪ পরগনা (১০৬ জন), হুগলি (৬৯), দক্ষিণ ২৪ পরগনা (৬৬), হাওড়া (৫৬), নদিয়া (৪৭), দার্জিলিং (৩০)। 


এই পরিস্থিতির মাঝে বিভিন্ন জেলার জেলাশাসকদের উদ্দেশে নির্দেশিকা জারি করা হয়েছে মুখ্যসচিবের তরফে। যেখানে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় বাড়তি জোর দিতে হবে কোভিড পরীক্ষা ও ভ্যাকসিনেশনের দিকে। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ২১২টি। যার মধ্যে ৭২৬ টি স্যাম্পেল পজিটিভ। প্রসঙ্গত, রাজ্যে যখন দ্বিতীয় ঢেউয়ের শীর্ষে পৌঁছেছিল, তখন প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজারের মধ্যে ঘোরাফেরা করত দৈনিক পরীক্ষার সংখ্যা।


পুজোর সময় রাজ্যে পজিটিভিটি রেট যেখানে কমে এসেছিল ২ শতাংশের নিচে, তাও ফের ঊর্ধ্বমুখী। এমনিতেই উৎসবের মরসুমে মানুষের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নৈশ নিষেধাজ্ঞা শিথীল করা হয়েছিল। বলা হয়েছিল মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও দূরত্ববিধি মেনে চলতে। যদিও উৎসবের আবহে তেমনটা দেখা যায়নি সব জায়গাতে। বরং অনেক জায়গাতেই ভিড় চোখে পড়েছে। যা দেখেই ওয়াকিবহাল মহলের আশঙ্কা ফের রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে।


আরও পড়ুন- পুজোর পরেই কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, গ্রাফ ঊর্ধমুখী রাজ্যজুড়েও