WB Covid Curbs Extension: খুশির খবর, বিধিনিষেধের মেয়াদ বাড়লেও পুজোর দিনগুলোতে ছাড় রাজ্যজুড়ে

৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল রাজ্যে করোনাকালীন বিধিনিষেধের মেয়াদ।

Continues below advertisement

সুমন ঘড়াই, হাওড়া : শ্রেষ্ঠ উৎসবের আগে বাঙালির মুখে হাসি। করোনাকালের জেরে রাজ্যে জারি বিধিনিষেধের মেয়াদ আরও একমাস বাড়ানো হলেও পুজোর দিনগুলোর জন্য রাশ আলগা করা হল নৈশ নিয়ন্ত্রণে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে জারি বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি এও জানানো হয়েছে, আগামী ১০ থেকে ২০ অক্টোবর নৈশ নিয়ন্ত্রণ আগলা করা হচ্ছে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে জনসাধারণ ও গাড়িঘোড়ার রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বোরনোর ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি থাকবে না। অর্থাৎ মহাপঞ্চমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত রাজ্যে নৈশকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে না।

Continues below advertisement

উৎসবের দিনগুলোতে ছাড় দিলেও বাইরে বেরোনোর ক্ষেত্রে মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহারের মতো অবশ্য পালনীয় কোভিড নিয়ম মেনে চলার কথাও জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে। বৃহস্পতিবার সন্ধেয় রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আরও একমাস কোভিড বিধিনিষেধ রাজ্যে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সময় নৈশ নিষেধাজ্ঞা সহ বাকি বিধিনিষেধ জারি থাকবে। তবে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আগামী ১০ থেকে ২০ অক্টোবর রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত আপদকালীন প্রয়োজন ছাড়া জনসাধারণ ও গাড়িঘোড়ার বহাইরে বেরোনোর ক্ষেত্রে যে নৈশ নিষেধাজ্ঞা রয়েছে তা জারি থাকবে না। যদিও, এবারের বিজ্ঞপ্তিতেও রাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে কোনও নির্দেশ নেই। তাই আগের নির্দেশ অনুযায়ী, আরও একমাস রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধই থাকবে। 

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর মহালয়া। আর ১০ অক্টোবর মহাপঞ্চমী। এবং ২০ অক্টোবর লক্ষ্মীপুজো। সাধারণত বাঙালি শ্রেষ্ট উৎসবে সামিল হতে আগেভাগেই রাত জেগে ঠাকুর দেখার কাজ শুরু করে দেয়। সেই কথা মাথায় রেখেই নৈশ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত রাজ্য সরকারের। পাশাপাশি করোনাকালে যাতে সমস্তল অবশ্য পালনীয় নিয়ম সকলে পালন করে চলেন, নচেৎ মহামারী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, সে কথাও ফের একবার উল্লেখ করা রয়েছে রাজ্যের পক্ষ থেকে জারি বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, রাজ্য সরকারের আগের নির্দেশ অনুযায়ী রাজ্যে করোনাকালীন বিধিনিষেধের শেষ দিন ছিল আজই। আর এদিনই আগামী মাসের জন্য ঠিক কী ব্যবস্থাপনা, সেটা জানানো হল সরকারের তরফে।

আরও পড়ুন- রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল বিধিনিষেধ, এই মাসেও গড়াবে না লোকাল ট্রেনের চাকা

আরও পড়ুন- দেশজুড়ে করোনা কনটেনমেন্ট বিধি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল কেন্দ্র

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola