নববর্ষে অজন্তার সাথে নতুনের পথে! পয়লা বৈশাখের শুরুতেই এই বার্তা দিতে শুরু করে অজন্তা শুজ। নতুন স্টাইলের বিশাল সম্ভার নিয়ে বাজার মাত করতে তৈরি এই জুতো উৎপাদক সংস্থা। আকর্ষক স্পোর্ট্স শু ও স্যান্ডেল, ভারতীয় পোশাকআশাকের জন্য মানানসই চটি ও জুতো, যুগোপযোগী ক্যাজুয়াল রেঞ্জ, ও স্মার্ট অফিস রেঞ্জ – এসব কিছুর ঠিকানা অজন্তা শুজ। একদিকে অসাধারণ উদ্ভাবন শক্তি ও অন্যদিকে অসামান্য গুণগত মানের জোরে ক্রেতাদের মনে ও হৃদয়ে স্থান করে নিয়েছে অজন্তা। তিন তিনটে অত্যাধুনিক কারখানা নিঃসন্দেহে অজন্তাকে প্রতিযোগীদের চেয়ে অনেকটা এগিয়ে রেখেছে।


একদিকে যেমন যে কোনো বিভিন্ন ব্র্যান্ডের জুতোর দোকানে অজন্তার জুতো পাওয়া যায়, অন্যদিকে কোম্পানীর নিজস্ব রিটেল চেইন, অজন্তা ফুটকেয়ার স্টোরগুলিতেও পাওয়া যায় অজন্তার জুতো। পশ্চিমবঙ্গ ছাড়া, অসম, ওরিসা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও রাজস্থানেও অজন্তা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।


অজন্তার স্পোর্ট্স ব্র্যাণ্ড, ইমপ্যাকটো ক্রমশ জনপ্রিয় বহুজাতিক ব্র্যাণ্ডগুলির সমকক্ষ হয়ে উঠছে। স্পোর্ট্স শু-এর ব্র্যাণ্ড সচেতন ক্রেতারা যারা বিদেশী জুতো পড়ে অভ্যস্ত তাদের পছন্দের তালিকাতেও ইমপ্যাকটো স্থান করে নিচ্ছে। এর কারণ যেমন আন্তর্জাতিক মানের কোয়ালিটি, তেমনি আরেকটা কারণ হচ্ছে ইমপ্যাকটোর ব্র্যাণ্ড দর্শন।



ইমপ্যাকটো তারুণ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ। খেলাধূলা ও ফিটনেস প্রচার করার সাথে সাথে, ইমপ্যাকটো আধুনিক চিন্তাধারা ও সংস্কৃতিও সমর্থন করে। তাই একদিকে হিপ-হপ নাচ ও গানের প্রসারের জন্য ব্র্যাণ্ড যেমন উদ্যোগী, তেমনি ফেমিনীজ্ম, মানবাধিকার, পরিবেশরক্ষা ইত্যাদি বিষয়েও ব্র্যাণ্ড সোচ্চার।


সম্প্রতি পয়লা বৈশাখ-এর দিন যাদবপুরে অজন্তা ফুটকেয়ার –এর ১৪৭তম স্টোর উদ্বোধন করেন কোম্পানীর ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার, সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২১-২২-এ দেশজুড়ে ৩০০টি স্টোর খুলতে চলেছে অজন্তা। ব্যবসায়ীদের কাছে কোম্পানীর চ্যানেল পার্টনার হবার সুবর্ণ সুযোগও আছে। ৭৫০ বর্গফুট জায়গা থাকলেই হলো। কোম্পানী ৩০ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতিও দিচ্ছে।


(লেখাটি স্পনসরড, এবিপি লাইভ কর্তৃক সম্পাদিত নয়)