তপন : নাম না করে ফের নরেন্দ্র মোদি ও অমিত শাহকে বিঁধলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ দিনাজপুরের তপনের সভায় তিনি বলেন, দিল্লির দুই গুণ্ডার হাতে বাংলা যাবে না। দিল্লির হাতে বাংলাকে ছেড়ে দেব না। আমরা সবার জন্য বাংলাতে থেকে কাজ করব।


পাশাপাশি আজ তপনের জনসভায় উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, খেলা হবে তো ? 


এপ্রসঙ্গে মমতা বলেন, আমি বলও নাচাতে পারি, ক্রিকেট খেলতে পারি, ব্যাডমিন্টনও খেলতে পারি। আমি ক্রিকেটে লোকসভা-রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম। রোজ খেলার দরকার নেই। সব খেলার উৎসাহ থাকলেই হয়ে যায়। 


দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপিকে খালি করার ডাক দেন মমতা। বলেন, আগামীদিনে ভালো থাকতে হলে, শান্তিতে থাকলে হলে, ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গড়তে হলে বা সব ধর্ম মিলে একসাথে থাকতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। বাংলা যেন বাংলায় থাকে। গুজরাট যেন বাংলা দখল করতে না পারে।


প্রসঙ্গত, ষষ্ঠ দফায় আজ রাজ্যের চার জেলার ৪৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ৯টি আসনে, পূর্ব বর্ধমানে ৮টি, নদিয়ায় ৯টি এবং উত্তর ২৪ পরগনায় ১৭টি। 


ভোটের শুরু থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগর উত্তরের কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযগ উঠেছে। কমিশনে অভিযোগ দায়ের করেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। অন্যদিকে মঙ্গলকোটে তৃণমূলের বিরুদ্ধে গুলি-বোমাবাজির অভিযোগ উঠেছে। মঙ্গলকোটের নিগন পূর্বপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরদ্ধে। সকালে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে গ্লো ব্যাক স্লোগান দেয় বিজেপি। অন্যান্য জায়গা থেকেও আসছে অশান্তি খবর।


এদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি তুলেছে তৃণমূল। এই মর্মে তারা রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়। আগামী ২৬ ও ২৯ তারিখে রয়েছে সপ্তম ও অষ্টম দফার ভোট।